বুধবার, ২৫ এপ্রিল, ২০১২

চেঞ্জ বা বন্ধ করে দিন মাউজের ডাবল ক্লিকের সাউন্ড

উইন্ডোজ ব্যবহারকারী হিসেবে আমরা সবাই জানি যে কম্পিউটারের কোন ড্রাইভ বা ফোল্ডারে ডাবল ক্লিক করে খোলার সময় তা এক ধরনের শব্দ সৃষ্টি করে। অনেকের কাছে শব্দটি অনেক প্রিয়, অনেকে বিরক্ত আবার অনেকে হয়ত চান ওই শব্দটির পরিবর্তে অন্য কোন শব্দ। হ্যা পাঠক, আপনারা চাইলেই এখন উক্ত শব্দ করে দিতে পারেন বন্ধ, করতে পারেন চেঞ্জ। ইচ্ছেমত নিজের পছন্দের কোন সাউন্ডও ঠিক করে দিতে পারেন ওই শব্দের স্থলে।


কিভাবে?

১) প্রথমে কম্পিউটারের স্টার্ট মেনু থেকে Control Panel এ যান।


২) কন্ট্রোল প্যানেল এর অপশনগুলো ক্লাসিক ভিউতে করা না থাকলে Classic View করে নিন।


৩) এবার এখান থেকে Sound & Audio Devices এ ডাবল ক্লিক করে প্রবেশ করুন।


৪) এখন Sounds ট্যাব থেকে Windows Explorer এর Start Navigation সিলেক্ট করুন।


৫) এবার নিচের Sounds এর Windows XP Start (এক্সপি হলে) এর স্থলে যেকোনো একটি সিলেক্ট করে Ok করুন।


৬) আপনি যদি নিজের পছন্দের কোন সাউন্ড উক্ত স্থলে দিতে চান তাহলে পছন্দের সাউন্ডটি প্রথমে WAV ফরম্যাটে কনভার্ট করে নিয়ে C:\WINDOWS\Media এই ডিরেক্টরিতে প্রথমে পেস্ট করে নিন। তারপর পছন্দের সাউন্ডটি সিলেক্ট  করে দিয়ে Ok করুন। এ ব্যাপারে আরও জানার থাকলে কমেন্টে বলুন।

পোস্টটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। বিকন ব্লগের এক্সক্লুসিভ কন্টেন্টগুলো নিয়মিত পেতে প্রতিটি পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে এডমিনকে উৎসাহ দিন।
============ ধন্যবাদ ============ 

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

ফেসবুক চ্যাট এ বিরক্তিকর ফ্রেন্ড থেকে যেভাবে লুকিয়ে থাকবেন

অনেকদিন পর আজ লিখতে বসলাম। প্রথমেই বলে নিই ফেসবুক চ্যাটের এই ট্রিকসটি অনেকেই হয়ত জানেন। যারা জানেন তারা দয়া করে এখানেই ক্ষান্ত দিন। যারা জানেন না তাদের জন্যই আজকের এই পোস্ট।

ফেসবুক ব্যবহারকারী হিসেবে চ্যাটিং বিষয়টি আমাদের সকলেরই প্রিয় একটি অপশন। এই চ্যাটিং করতে গিয়ে কখনো কখনো আমরা এমন অবস্থায় পড়ে যাই যার ফলে কম্পিউটার হ্যাং হয়ে যায়। যাদের ফ্রেন্ড লিস্ট অত্যন্ত দীর্ঘ তাদের ক্ষেত্রে ব্যপারটি ঘটে বেশি।


তবে ইচ্ছে করলেই এক বা একাধিক আনওয়ান্টেড ফ্রেন্ড থেকে হাইড হয়ে থাকতে পারেন চ্যাটিং উইন্ডোতে।
এজন্য প্রথমে চ্যাট বারে ক্লিক করে সবার উপরে ডানে চ্যাট সেটিংস (স্টার চিহ্ন) এ যেতে হবে। সেখান থেকে Advanced Settings এ যেতে হবে। ছবি দেখলেই পরিষ্কার হয়ে যাবেন।


All your friends see you except এর ফাকা স্থানে আনওয়ান্টেড ফ্রেন্ডটির এর নাম চাপলে তার প্রোফাইল আপনার সামনে দৃশ্যমান হবে। ফাঁকা স্থানটিতে তার প্রোফাইল ট্যাগ করে সেভ করলে সে আর চ্যাট উইন্ডোতে আপনাকে দেখতে পারবেনা।


যেকোনো ফ্রেন্ড এর আদ্যাক্ষর এর সামনে @ চাপলে কাজটি সহজেই করতে পারবেন।

ট্রিকসটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করবেন।
ভাল থাকবেন সবাই।
============ ধন্যবাদ ============ 

সোমবার, ২ এপ্রিল, ২০১২

পেনড্রাইভ ও মেমরি কার্ড থেকে রাইট প্রোটেকশন দূর করবেন যেভাবে

পেনড্রাইভ বা মেমরি কার্ডে ভাইরাসের আক্রমন বা রেজিস্ট্রি হ্যাকের মাধ্যমে স্টোরেজ ডিভাইসকে রাইট প্রটেক্টেড করা বর্তমানে একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এমনটি হলেঃ
১) উক্ত ডিভাইস থেকে কোন ফাইল বা ফোল্ডার কপি বা মুভ করা যায় না।
২) ডিভাইসটি ফরম্যাট করা যায় না।
৩) সম্পূর্ণ ডিভাইসটি রাইট প্রটেক্টেড হয়ে থাকে।

আপনার পেনড্রাইভটি যদি অ্যাপাসার ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে এই পোস্টটি দেখতে পারেন। 

সমাধানঃ
অনেক সময় পেনড্রাইভ বা মেমরি কার্ডের সুইচ এর কারণেও এই সমস্যা হতে পারে। মেমরি কার্ডের সুইচ সাধারনত অ্যাডাপটরের গায়ে বসান থাকে। সুতরাং দেখে নিন সুইচ অফ করা আছে কিনা।


প্রথম পদ্ধতিঃ
> পেনড্রাইভটি পিসিতে কানেক্ট করুন এবং দেখে নিন পেনড্রাইভটি পিসির কোন ড্রাইভলেটার (যেমন, K, L ইত্যাদি) হিসেবে কাজ করছে।
> Start থেকে Run এ গিয়ে regedit লিখে এন্টার দিন।
> এবার নিচের লাইন অনুসারে যেতে থাকুন (কোন অপশনে ডাবল ক্লিক করলে সেই অপশনটি খুলে যাবে) ঃ

HKEY_LOCAL_MACHINE\ SYSTEM\ CurrentControlSet\ Control\ StorageDevicePolicies

আপনার কম্পিউটারে StorageDevicePolicies খুঁজে না পেলে এখান থেকে মাত্র ১১১ বাইটের একটি ফাইল ডাউনলোড করে নিয়ে ডাবল ক্লিক করলে অটোম্যাটিকভাবে অপশনটি চলে আসবে।

> এবার StorageDevicePolicies এর অধিনে থাকা ডানপাশের WriteProtect ডাবল ক্লিক করুন।


> এখানে Value data যত থাকুক ০ (শুন্য) করে দিয়ে Ok করে দিন।

> রেজিস্ট্রি এডিটর ক্লোজ করে পিসি রিস্টার্ট দিয়ে পুনরায় পেনড্রাইভ রিকানেক্ট করুন।

দ্বিতীয় পদ্ধতিঃ
> Start থেকে Run এ গিয়ে cmd লিখে এন্টার দিন।
> CHKDSK X: /F লিখে এন্টার দিন। লক্ষ্য করুন, এখানে X কে পেনড্রাইভের ড্রাইভ লেটার হিসেবে ইউজ করা হয়েছে।

ট্রিকসটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করবেন।
============ ধন্যবাদ ============