বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

আইডিএম এর সেরা ৩ কিলার টিপস

অনলাইন কন্টেন্ট ডাউনলোড করেন অথচ আইডিএম এর নাম শুনেন নি এমন ইউজার লাখে একটা জুটবে কিনা সন্দেহ আছে। এটি ইউজার ফ্রেন্ডলি ও হাইলি কাস্টমাইজেবল। আবার, সেরা স্পীড ও হাই পপুলারিটির কথা বলতে গেলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে (আইডিএম) যেকোনো ইন্টারনেট ব্যবহারকারী প্রথম স্থানে রাখবেন একথা সন্দেহাতীতভাবে বলা যায়।


আইডিএম এর সেরা তিনটি টিপস আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তবে টিপসগুলো যারা জানেন না তাদের জন্যই, পন্ডিতদের খামাখা নিচের আলোচনায় অংশগ্রহণের দরকার নেই।

১ম টিপসঃ
মুভি ডাউনলোডার হিসেবে আমরা রাতের বেলাটাকে শ্রেষ্ঠ হিসেবে মনে করি কারন রাতে ইন্টারনেট স্পীড অনেক ভাল পাওয়া যায়। সেকারনে ঘুমোতে যাওয়ার পূর্বে ডাউনলোড স্টার্ট করে আমরা ঘুমোতে যাই যা প্রায়ই রাতের বেলাই কমপ্লিট হয়ে যায়। ঘুম থেকে না উঠা পর্যন্ত আমাদের কম্পিউটার অনাকাঙ্খিতভাবে চালু থাকে যা ক্রমশই কমিয়ে দিচ্ছে আমাদের সাধের পিসির আয়ু।


ডাউনলোড শেষ কম্পিউটারও বন্ধ এরকম হলে নিশ্চয়ই মন্দ হত না! হ্যা, আইডিএম এর ডাউনলোড উইন্ডোর Options on completion ট্যাবের Turn off computer when doneForce processes to terminate অপশনদুটি মার্ক করে নিশ্চিন্তে ঘুমিয়ে যান, ডাউনলোড শেষ হওয়ার সাথে সাথেই পিসি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ।

২য় টিপসঃ
অ্যান্ড্রয়েড .APK এক্সটেনশনযুক্ত ফাইল সাধারণত ব্রাউজারের ডিফল্ট ডাউনলোডার দিয়ে ডাউনলোড হয়; আইডিএম দিয়ে হয়না।


তবে, আইডিএম এর Downloads ট্যাবের Options মেনু থেকে File types ট্যাবের অধীনে APK লিখে Ok করলে ডিফল্টভাবে যেকোনো .apk এক্সটেনশনযুক্ত ফাইল আইডিএম দ্বারা ডাউনলোড হবে।

৩য় টিপসঃ
ধরুন আপনি ১.৫ গিগাবাইট সাইজের কোন ফাইল কোন নির্দিষ্ট হোস্টিং সার্ভার থেকে ডাউনলোড করছেন। ডাউনলোড ৯০% কমপ্লিট, হঠাত ডিলেট হয়ে গেল হোস্টিং সার্ভারের সংশ্লিষ্ট ফাইলটি। কি করবেন তখন, একই ফাইল অন্য কোন সার্ভার থেকে নতুন করে ডাউনলোড দিবেন?

না। নতুন করে ডাউনলোড দিতে হবে না যদি ফাইলটির অল্টারনেট কোন একটিভ ডাউনলোড লিঙ্ক (রিজিউম সাপোর্টেড) হাতে থাকে।

যা করতে হবেঃ
  • প্রথমে ব্রাউজার হিস্টোরি ক্লিয়ার করে নিন।
  • নতুন একটিভ ডাউনলোড লিঙ্ক ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ফাইলটির ডাউনলোড অপশনে ক্লিক করুন।


  • ডাউনলোড উইন্ডো ওপেন হলে নিচের মত করে রিয়াল ডাউনলোড URL-টি কপি করুন (Start download এ ক্লিক করার দরকার নেই)। 

  • এবার আইডিএম ওপেন করুন।
  • ডেড হওয়া লিঙ্ক এর ফাইলে রাইট ক্লিক করে Properties এ যান এবং অ্যাড্রেস এর স্থানে কপি করা লিঙ্কটি পেস্ট করে Ok করুন। 

  • এবার নতুন করে Resume download করুন, কোন মেসেজ আসলে No করুন। 

টিপসগুলি অনেকের জানা থাকতে পারে, যারা জানেন না তাদের জন্যই মুলত আজকের এই পোস্ট। কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ বলুন এবং এই পোস্ট এর মাধ্যমে সামান্যতম উপকৃত হয়ে থাকলে পোস্টটিতে লাইক দিন।

======== ধন্যবাদ ======== 

বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

ফিক্স করুন ইন্টারনেটের লো-কোয়ালিটির ইমেজকে (ইমেজ কম্প্রেশনিং)

বাংলাদেশের মোবাইল ইন্টারনেট সার্ভিস প্রভাইডারগুলোর ইদানিংকালের নেটওয়ার্ক অপ্টিমাইজেশনের মাধ্যমে ইমেজ কমপ্রেশনিং ইতোমধ্যেই গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইন্টারনেট স্পীডকে ফাস্টার করতেই মূলত তাদের এই ইমেজ কম্প্রেশনিং যা বেশিরভাগ ক্ষেত্রেই অধিকাংশ গ্রাহকদের বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে।


তবে Modify Headers নামক ছোট্ট একটি ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে সহজেই ইমেজ কম্প্রেশনিং থেকে রেহাই পেতে পারেন ও উপভোগ করতে পারেন ঝকঝকে ইন্টারনেট ইমেজ।

গুগল ক্রম ব্যবহারকারীদের জন্যঃ 
১) এই লিঙ্ক থেকে Modify Headers নামক ক্রম এক্সটেনশনটি ব্রাউজারে অ্যাড করে নিন।
২) এবার ব্রাউজারের উপরের ডানকোনায় অবস্থিত Modify Headers আইকনে ক্লিক করুন।


৩) Request Headers এরিয়ার Name এর স্থলে Cache-Control এবং Value স্থলে no-cache লিখুন।
৪) এবার বামপাশের চেকবক্সটিতে টিক চিহ্ন না থাকলে টিক দিন বা বক্সটি মার্ক করুন।

ফায়ারফক্স ব্যবহারকারীদে জন্যঃ 
১) এই লিঙ্ক থেকে Modify Headers নামক ক্রম এক্সটেনশনটি ব্রাউজারে ইন্সটল করুন ও ফায়ারফক্স রিস্টার্ট করুন।


২)  উপরের বামকোনার ফায়ারফক্স আইকনের Web Developer মেনুর Modify Headers অপশনটিতে ক্লিক করে এতে প্রবেশ করুন।


৩) এবার Headers ট্যাবের অধীনে থাকা Select Action এ Add সিলেক্ট করুন, Header Name এর স্থলে Cache-Control ও Header Value এর স্থলে no-cache লিখুন এবং ডানের Add আইকনটিতে ক্লিক করুন।


তথ্যসূত্রঃ , , , ,  

পোস্ট সম্পর্কিত সমস্যা কমেন্ট এ বলুন। ব্লগের উন্নয়ন সম্পর্কিত যেকোনো মতামত এখানে বলুন।
======= ধন্যবাদ =======