শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

ডাউনলোড করে নিন জটিল একটি ইবুক "একাত্তরের চিঠি"


আমরা অনেকেই ইবুক ডাউনলোড করতে পছন্দ করি। বইগুলো সাধারনত পিডিএফ আকারে পাওয়া যায়।
পিডিএফ ফাইলের সাইজ, পিডিএফ রিডার ইত্যাদি পাঠকের কাছে অনেক ফেভারেবল হওয়ায় ইবুক সবার কাছে আজ কাঙ্ক্ষিত একটি বস্তুতে পরিনত হয়েছে।

১৯৭১ বাঙালির জীবনে শ্রেষ্ঠ সময়। বাংলাদেশকে বিশ্ব চিনেছে সেই সময়। বাঙালির শ্রেষ্ঠ কীর্তি একাত্তরের মুক্তিযুদ্ধ।
বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বারবার। মাথা নত করেনি কারও কাছে। লড়াইয়ে কখনো জিতেছে, কখনো পরাজিত হয়েছে। একাত্তরে আমরা বিজয়ী হয়েছি।
আমাদের যাঁদের মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করার এবং সামান্য ক্ষুদ্র ভুমিকা রাখার সুযোগ হয়েছে তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করি।


"একাত্তরের চিঠি" নামে একটি সংকলন কিছুদিন আগে বেরিয়েছে গ্রামীণ ফোন এবং প্রথম আলোর উদ্যোগে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন চিঠি স্থান পেয়েছে। এই চিঠিগুলো রণাঙ্গন থেকে বীর মুক্তিযোদ্ধারা পাঠিয়েছিল তাদের পরিবর পরিজনের কাছে। আপনি চাইলে রক্ত টগবগ করানোর মত এই বইটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে পড়ে দেখতে পারেন। বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার ধারণাকে অনেক প্রসারিত করবে বইটি।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (মাত্র ১.০৫ মেগাবাইট)

জটিল জটিল সব কন্টেন্ট পেতে আমার সাথেই থাকুন।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ডাউনলোড করে নিন জটিল একটি ইবুক "একাত্তরের চিঠি" Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top