রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

ঝকঝকে বাংলা লেখা পড়ুন অনলাইনে


কেমন আছেন সবাই। নিচের ছবি দুটো ভাল করে লক্ষ্য করুন দেখি।


উপরের ১ ও ২ নং ছবিগুলো একই পেইজের দুটি ভিন্ন চেহারা। বলুন দেখি, কোন ছবিটিকে সবচেয়ে বেশি কিউট লাগছে?

হ্যাঁ।

আপনি ঠিকই ধরেছেন। ছবি ১ ইজ দ্যা বেস্ট। 

কি, লোভ লেগে গেল নাকি?

তাহলে চলুন দেখা যাক, কিভাবে ঝকঝকে তকতকে বাংলা পড়বেন অনলাইনেঃ

প্রথমে Solaiman Lipi নামের মাত্র ২৩২ কিলোবাইটের একটি বাংলা ফন্ট ডাউনলোড করে নিন এখান থেকে। তারপর ফন্টটি কপি করে Control panel এর Font এ পেস্ট করে দিন।

এরপর......

Firefox ব্যবহারকারীরাঃ
  • মেনুবারের Tools থেকে Options এ যান।
  • এরপর Content ট্যাবে গিয়ে Fonts & colors এর অধীনে থাকা Default font এর পাশে Advanced অপশনে ক্লিক করুন।
  • নতুন উইন্ডোতে সেটিংসগুলো নিচের মত করে দিন।
  • লক্ষ্য রাখবেন, Default character encoding যেন "Unicode (UTF-8)" করা থাকে।
  • Ok করে বেরিয়ে আসুন।

Google Chrome ব্যবহারকারীরাঃ
  • প্রথমে ব্রাউজারের নিচে দেখানো আইকনটিতে ক্লিক করে Options এ যান।
  • Options এর অধীনে থাকা বামপাশের Under the hood এ ক্লিক করুন। 
  • এবার ডানপাশ থেকে Web content এ Customize font এ ক্লিক করে সেটিংগুলো নিচের মত করে দিন।
  • এবার দেখুন মজা।
পোস্টটি ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আপনার ভাললাগা প্রকাশ করুন।

বিকন ব্লগের এক্সক্লুসিভ কন্টেন্টগুলো নিয়মিত পেতে চাইলে ব্লগটির ফেসবুক ফ্যানপেজে লাইক দিন।

ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    2 মন্তব্য(গুলি):

    Item Reviewed: ঝকঝকে বাংলা লেখা পড়ুন অনলাইনে Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top