শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

জেনে নিন মজার কিছু গুরুত্বপূর্ণ তথ্য


কত কিছুই না ঘটছে আমাদের চারপাশে। কতজনই বা আমরা তার খবর রাখছি। আজ মজার ও আজব কিছু তথ্য তুলে ধরব আপনাদের সামনে যা আমাদের চারপাশেই ঘটছে অথচ আমাদের অনেকেই হয়ত তা জানি না।


১। চকলেট হলো কুকুরের জন্য বিষ। ১টা বড় কুকুরকে মারতে সামান্য কয়েক পাউন্ড চকলেটই যথেষ্ট।
২। ব্যাঙের জিভ থাকে উল্টোভাবে। সব প্রাণীর জিভ থাকে মুখের ভেতর থেকে, কিন্তু ব্যাঙের জিভ গজায় মুখের একদম সামনে থেকে।
৩। নিউইয়ার্ক এ রবিবারে আইসক্রিম হাতে হাঁটা নিষেধ।
৪। মেয়েরা যে লিপস্টিক লাগায় তার অর্ধেক ই গলাধকরন করে।
৫। হলুদ পোশাক পড়লে আপনাকে ছবিতে বড় দেখায়। অন্য দিকে সবুজ কাপড় পড়লে ছোট দেখায়। 
৬। যে লোক মিথ্যা বলছে সে সাধারনত উপরে বা তার বাম দিকে তাকায়।
৭। হাতের বুড়ো আঙ্গুলের নখ বড় হয় খুব আস্তে আস্তে, আর সবচেয়ে তাড়াতাড়ি বড় হয় মধ্যমার নখ। মানুষের নখ প্রতিদিন ০.০১৭১৫ ইঞ্চি করে বাড়ে।
৮। খ্রিস্টিয় বিশ্বাস থেকে শয়তান তাড়াতে চার্চে ঘন্টা বাজাতে হয়। ঘন্টাধ্বনির প্রতিরুপ শব্দ সৃষ্টির মাধ্যমে শয়তান তাড়াতেই উৎসবগুলিতে গ্লাস ঠোকাঠুকি করা হয়।
৯। ইন্টারনেট আবিষ্কারের পরে এর প্রধান ভাষা ছিল ইংরেজি, বর্তমানে পুরো ইন্টারনেট এর ২৭% ইংরেজি, চাইনিজ ২৩% এবং এরপরে অনন্য ভাষার মধ্যে স্প্যানিশ, জাপানিজ ভাষা আছে। 
১০। লিপস্টিকের প্রধান উপকরন হলো মাছের আশেঁর গুড়া।
১১।প্রতিবছর আমরা কতবার চোখের পলক ফেলি এর হিসেব রাখেন? মাত্র এক কোটি বার।
১২। বিশ্বের সবচেয়ে বড় ফুল 'রাফ্লেসিয়া' আরনল্ড। কিন্তু বড় ফুল হলে কি হবে, এর গা থেকে বের হয় পঁচা গোস্তের মত বিশ্রী দুর্গন্ধ।
১৩। গরু যখন বুঝতে পারে বৃষ্টি হবে, তখনই মাঠে বসে পড়ে। কারণ তাদের বসার জন্য অন্তত একটু শুকনো জায়গা রাখতে চেষ্টা করে।
১৪। ইমু পাখি আর ক্যাঙ্গারু পেছনের দিকে হাটতে পারেনা।
১৫। বিশ্বের সবচেয়ে বড় মাদারবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসুস।
১৬। কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না। 
১৭। আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।

তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত । এরকম আরও সব এক্সক্লুসিভ পোস্ট পেতে আমার সাথেই থাকুন।



লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments