মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

মাউজ-কিবোর্ডের অ্যাকটিভিটি হোক সুরময়


সারাদিন কম্পিউটারে কতনা কাজই করতে হয় আমাদের। শত শত বার ক্লিক করতে হয় মাউজ ও কিবোর্ডের কিগুলো। কল্পনা করুনতো আমাদের মাউজ ও কিবোর্ডের ক্লিকগুলো যদি হয় সুর ও ছন্দময় তাহলে কেমন হয়?


হ্যা। মন্দ হয় না।

তেমনি একটি ছোট প্রোগ্রাম Funny Typing যা আপনার প্রতিদিনের মাউজ ও কিবোর্ডের ক্লিকগুলোকে করবে ছন্দময়।

Funny Typing কি? 
এটি একটি অত্যন্ত কিউট, ছোট ও ইউজার ফ্রেন্ডলি প্রোগ্রাম যা আপনার প্রতিদিনের টাইপিং কে করবে আরও সুরময়। ১২ ধরনের সাউন্ড দিয়ে তৈরি এই সফটওয়্যারটি পিসিতে ইন্সটল থাকলে আপনি যতবারই মাউজ ও কিবোর্ডের কিগুলো প্রেস করবেন ততবারই এটি তার নিজস্ব সাউন্ড দিয়ে আপনার টাইপিংকে করবে আকর্ষণীয় ও ছন্দময়।

Funny Typing এর কিছু ফিচারঃ
  • এটি ব্যবহারে আপনার টাইপিং কখনো বোরিং ফিল হবেনা।
  • ১৮ ধরনের কি এর জন্য এর রয়েছে প্রায় ১৪০ ধরনের কুল সাউন্ড। 
  • আপনি চাইলে আপনার কিবোর্ডের টাইপিং এর এনিমেশন হিসেবেও এটিকে ব্যবহার করতে পারবেন।
  • Sound scheme কে আপনার মনের মত করে freely এডিট করে নিতে পারবেন।
  • অটোপ্লে সাপোর্ট করে এবং Wave ফাইলগুলোর প্রিভিউ।
  • মাল্টি ভার্চুয়াল ক্লিপবোর্ড, দ্রুত শাটডাউন, ভলিউম কন্ট্রোল, এবং দ্রুত রিস্টার্ট টুলস।
  • খুবই ইউজার ফ্রেন্ডলি। 
সফটওয়্যারটির ইন্সটল প্রক্রিয়া খুবই সহজ। জাস্ট ইন্সটল দিলে টাস্কবার এ সফটওয়্যারটির একটি আইকন চলে আসবে।

ব্যবহারঃ
লক্ষ্য করুন, আপনি দুই ভাবে সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। 
  • ট্রায়াল ভার্শন হিসেবেঃ ১৪ দিনের জন্য। 
  • ফুল ভার্শন হিসেবেঃ মুল ফাইলটি ইন্সটল করার পর ক্র্যাক ফাইলটি C:\Program files\Funny typing ফোল্ডার এ পেস্ট করে দিতে হবে। (আপনার অ্যান্টিভাইরাস ক্র্যাক ফাইলটিকে ভাইরাস হিসেবে চিহ্নিত করতে পারে, তাই ডাউনলোড ও ইন্সটল এর সময় আপনার অ্যান্টিভাইরাস অফ রাখুন।  
ডাউনলোড লিঙ্কঃ
ট্রায়াল ভার্সন এর জন্যঃ এখানে ক্লিক করুন (3.84MB)
ফুল ভার্সন এর জন্যঃ এখানে ক্লিক করুন (6.34MB)

পোস্টটি কেমন লাগলো জানাবেন। প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: মাউজ-কিবোর্ডের অ্যাকটিভিটি হোক সুরময় Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top