সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

সিডি বা ডিভিডি কপি না হলে...


অনেক সময় সিডি বা ডিভিডি পুরনো বা নষ্ট হয়ে গেলে অথবা বেশি বেশি চালালে সিডি/ডিভিডির ফাইলগুলো নষ্ট হয়ে যায়। তখন আর সেগুলো কপি হতে চায় না।

আপনার অনেক দরকারি তথ্য হয়ত সিডি বা ডিভিডিতে জমা (কপি) করে রেখেছেন, কিন্তু সেই সিডি বা ডিভিডি যদি ওপেন না হয় অর্থাৎ সেই তথ্যগুলো যদি আর পড়া না যায়, তাহলে আর আফসোসের শেষ থাকে না।


তবে আপনি চাইলে ছোট্ট একটি সফটওয়্যার এর সাহায্যে সেই নষ্ট সিডি বা ডিভিডির ফাইলগুলো কপি করতে পারেন খুব সহজেই। এজন্য,

  • প্রথমে এই লিঙ্ক থেকে "রিকভারি টুলবক্স" নামে মাত্র ৬৫৫ কিলোবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। 
  • আপনার পিসিতে সফটওয়্যারটি ইন্সটল করুন।
  • ইন্সটল করার পর সফটওয়্যারটি ওপেন করে দেখুন আপনার সিডি/ডিভিডি ড্রাইভটি দেখা যাচ্ছে। 

  • Next দিন।
  • আবারো Next দিন।
  • লক্ষ্য করুন, আপনার সিডি/ডিভিডির ফাইলগুলো দেখা যাচ্ছে।
  • এবার সব ফাইল কপি করতে চাইলে বাঁ পাশ থেকে সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Save এ ক্লিক করুন।আপনি যদি নির্দিষ্ট কিছু ফাইল কপি করতে চান তাহলে বাঁ পাশ থেকে নির্দিষ্ট বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে Save এ ক্লিক করুন।
  • ফাইলগুলো কপি হওয়ার পর "সি ড্রাইভে" গিয়ে দেখুন CDRestored নামে একটি নতুন ফোল্ডারের ভেতর ফাইলগুলো সেইভ হয়ে আছে এবং সেগুলো সেখানে ঠিকমতই আছে।   
কেমন লাগলো জানাবেন। জটিল জটিল সব কন্টেন্ট পেতে বিকন ব্লগ এ নিয়মিত আসুন।
ধন্যবাদ। 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    1 মন্তব্য(গুলি):

    Item Reviewed: সিডি বা ডিভিডি কপি না হলে... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top