শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

কি করবেন যদি ডেস্কটপের আইকনগুলো সিলেক্ট হয়ে থাকে?


জানা অজানা বিভিন্ন কারনে মাঝে মাঝে ডেস্কটপের শর্টকাট আইকনগুলো সিলেক্ট হয়ে থাকে। ফলে ডেস্কটপ আইকনগুলোর পেছনে এক ধরনের নীল রং হয়ে থাকে।
সমস্যাটি নিচের ছবিতে দেখান হলঃ

এই সমস্যা সমাধানের কিছু ট্রিক্স আমার জানা আছে, ট্রাই করে দেখতে পারেন।

প্রথম ট্রিক্সঃ
১) ডেস্কটপের ফাকা জায়গায় রাইট বাটন ক্লিক করে Properties এ যান।
২) Desktop ট্যাব থেকে Customize desktop এ ক্লিক করুন।

৩) এবার Web ট্যাব থেকে My current homepage ছাড়া সকল কনটেক্সট ডিলিট করে দিন।

৪) My current homepage ও Lock desktop icons এ টিক চিহ্ন থাকলে তুলে দিয়ে ওকে করুন।

দ্বিতীয় ট্রিক্সঃ
১) My computer এ রাইট ক্লিক করে Properties এ যান।
২) এবার Advanced ট্যাবের Performance সেকশন থেকে Settings এ ক্লিক করুন।

৩) Use drop shadows for icon labels on the desktop বক্সে মার্ক করা থাকলে তুলে দিয়ে ওকে করুন।

তৃতীয় ট্রিক্সঃ
১) ডেস্কটপের ফাকা জায়গায় রাইট ক্লিক করে Arrange icons by নির্বাচিত করুন।

২) Lock web items on desktop এ টিক দেয়া থাকলে তা তুলে দিন।

ট্রিক্সগুলো ভাল লাগলে লাইক মাস্ট।
======= ধন্যবাদ =======

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: কি করবেন যদি ডেস্কটপের আইকনগুলো সিলেক্ট হয়ে থাকে? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top