শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

ভেঙ্গে ফেলুন ডিভিডির কপি প্রোটেকশন


বাজার থেকে আপনার বহুকাঙ্খিত পছন্দের কিছু মুভির একটি ডিভিডি কিনে এনেছেন। কপি করার জন্য ডিভিডি রমে প্রবেশ করিয়ে যেই না কপি করতে যাবেন তখনই গায়েবি ভাষায় আপনার সামনে উপস্থিত হল একটি এরর মেসেজঃ


মেজাজ তখন ১২০ ডিগ্রী। 
ভাবছেন এমন কি কেউ নেই যে আমায় সাহায্য করতে পারে? 

হুম আছে।
আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে DVD43 নামের মাত্র ৫৫৬ কিলোবাইটের একটি ফ্রি সফটওয়্যার।


এই ধরনের ডিস্কগুলো সাধারনত Content Scramble System (CSS) এর মাধ্যমে এনক্রিপট করা থাকে যা ভাঙতে হলে আপনাকে ডিভিটি ডিক্রিপট করতে হবে। এনক্রিপট ডিভিডি ডিক্রিপট করাই হচ্ছে DVD43 এর কাজ।

প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি। 

এবার সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন। রিস্টার্ট চাইলে পিসি রিস্টার্ট দিন। 


লক্ষ্য করুন, টাস্কবারে ডানে সবার নিচে হলুদ রঙের একটি আইকন চলে এসেছে। 


এখন আপনি যদি পিসিতে কোন কপিরাইট প্রটেকটেড ডিভিডি প্রবেশ করান তাহলে টাস্কবারে থাকা হলুদ আইকনটি অটোম্যাটিক্যালি সবুজ হয়ে যাবে। 


ফলে ওই ডিভিডি থেকে ফাইল কপি করতে আর অসুবিধা হবে না।

পোস্টটি কেমন লাগলো জানাবেন। বিকন ব্লগের কন্টেন্টগুলো নিয়মিত পেতে ব্লগটির ফেসবুক ফ্যানপেজে লাইক দিন।
ধন্যবাদ। 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ভেঙ্গে ফেলুন ডিভিডির কপি প্রোটেকশন Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top