অনেক ক্ষেত্রে দেখা যায়, একই কোম্পানির অন্য কোন ডিস্ক থেকে সাউন্ড, গ্রাফিক্স ইত্যাদি আলাদাভাবে ইন্সটল দিলে কখনো কখনো কাজ হয়। কিন্তু ওভাবে আর কতদিন? অপারেটিং সিস্টেম তো আর বলে-কয়ে মিসিং হয়ে যায়না!
ড্রাইভার সিডি হারিয়ে ফেললে তা নতুন করে পাওয়া সম্ভব ডাউনলোড এর মাধ্যমে। কিন্তু সেটাও কি এত সহজ?
হ্যা সহজ। নিচের কাজগুলো করলে সহজেই নতুন একটি ড্রাইভার সিডি পেতে পারেন।
- Start মেনু থেকে Run এ যান।
- WMIC লিখে এন্টার দিন। প্রথমবারের মত অপশনটি ইন্সটল হবে।
- ইন্সটল হয়ে গেলে Command prompt এর উইন্ডো আপনার সামনে দৃশ্যমান হবে wmic:root\cli> লেখা নিয়ে।
- baseboard লিখে এন্টার দিন। লক্ষ্য করুন, লেখাটি হবে এরকমঃ "wmic:root\cli>baseboard".
- দেখুন মাদারবোর্ডের সিডির মডেল নম্বর, সিরিয়াল নম্বর ইত্যাদি শো করছে। উইন্ডোটি ম্যাক্সিমাইজ করলে মাদারবোর্ডের সব আরও তথ্য সুন্দরভাবে পেয়ে যাবেন।
- http://www.driversdown.com/
- http://www.driverfiles.net/
- http://downloadcenter.intel.com/
- http://www.driverskit.com/
- http://download.cnet.com/windows/drivers/