বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১২

জেনে নিন আপনি কত বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন


অনেক সময় আমরা কত বিটের অপারেটিং সিস্টেম ইউজ করছি তা জানা জরুরি হয়ে পড়ে। কোন কোন ভার্সনের সফটওয়্যার ৩২ বিট আবার কোন কোন ভার্সনের সফটওয়্যার ৬৪ বিটের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। সাধারনত বেশিরভাগ অপারেটিং সিস্টেম ৩২ বিটের হয়ে থাকে। কত বিটের অপারেটিং সিস্টেম ইউজ করছি তা বের করার অনেক পদ্ধতি আছে। সেগুলো থেকে সবচেয়ে সহজ ও ইউজফুল পদ্ধতিটি আমি নিচে আলোচনা করছি।

চলুন তাহলে বের করি আমরা কে কত বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করছি।

১) Windows XP ব্যবহারকারীরাঃ
Start থেকে Run এ গিয়ে winmsd.exe লিখে এন্টার দিন। এবার বামপাশের System Summery থেকে ডানপাশের Processor অপশনটি ভাল করে লক্ষ্য করুন।


> যদি এ অপশনটি x86 দিয়ে শুরু হয় তাহলে আপনি ৩২ বিটের উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন।
> আর যদি অপশনটি ia64 বা AMD64 দিয়ে শুরু হয় তাহলে আপনি ৬৪ বিটের উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন।

২) Windows 7 ব্যবহারকারীরাঃ
খুব সহজ। My Computer এ রাইট ক্লিক করে Properties এ যান। এবার নিচের চিত্রের মত System type এ লক্ষ্য করুন।


Windows Vista এর জন্য দিলাম না। কারো লাগলে কমেন্টের মাধ্যমে আওয়াজ দিয়েন।
========== ধন্যবাদ ==========


লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: জেনে নিন আপনি কত বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top