বুধবার, ৭ মার্চ, ২০১২

কিভাবে ফেসবুক টাইমলাইন থেকে পুরাতন প্রোফাইলে ফেরত আসবেন?


পুরাতন ফটো, স্মরণীয় পোস্ট ও অ্যাপ্লিকেশন বন্ধুদের সাথে শেয়ার করার সবচেয়ে গ্রেট উপায় হচ্ছে ফেসবুক টাইমলাইন। পুরাতন প্রোফাইলকে সম্পূর্ণরূপে নতুন এক আকর্ষণীয় লুক দিতে টাইমলাইনের যেমন রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা তেমনি এর প্রতি এলার্জিও রয়েছে অনেকের। তবে, একবার ফেসবুক টাইমলাইন একটিভেট করলে পুনরায় পুরাতন প্রোফাইলে ফিরে আসা যাবেনা এ ধারনা ভুল। আজ আমরা দেখব কিভাবে ফেসবুক টাইমলাইন চিরতরে ডিলিট করে দিয়ে পুরাতন প্রোফাইলে ফিরে আসা যায়। 
টাইমলাইন বিষয়ক ফেসবুক জরিপের একটি চিত্র

১) প্রথমে এই লিঙ্কে (ফেসবুক ডেভলপার) বা https://developers.facebook.com/apps এই ঠিকানায় যান। 
২) পাসওয়ার্ড দিতে বললে পাসওয়ার্ড দিন।
৩) বামপাশে আপনার অ্যাপ্লাই করা অ্যাপ্লিকেশনগুলি শো করবে। ফেসবুক টাইমলাইনের জন্য যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করেছিলেন সেটিতে ক্লিক করুন। 

৪) এবার ডানপাশের Edit settings এ ক্লিক করুন।

৫) এখানে বামপাশে দেখুন Related Links নামে একটি অপশনের অধিনে আরও কিছু অপশন শো করছে। সবার নিচের Delete App এ ক্লিক করুন। 

৬) সফলভাবে অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে গেলে আপনি আপনার পুরাতন ফেসবুক প্রোফাইল ফেরত পাবেন।

[কিভাবে ফেসবুক টাইমলাইন একটিভেট করতে হয় কারো লাগলে আওয়াজ দিয়েন। পরবর্তী পোস্টে এটি নিয়ে আলোচনা করা হবে] 

পোস্টটি কেমন লাগলো জানাবেন। ভাল থাকবেন সবাই।
============ ধন্যবাদ ============
 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: কিভাবে ফেসবুক টাইমলাইন থেকে পুরাতন প্রোফাইলে ফেরত আসবেন? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top