মঙ্গলবার, ২২ মে, ২০১২

মোবাইল চ্যাটিং এর সেরা সফটওয়্যার নিমবাজ


মোবাইল ফোনে লিখে লিখে চ্যাট করার দিন আজ। জাভা, সিম্বিয়ান সফটওয়্যার সাপোর্ট করে এমন যেকোনো ফোনসেটের জন্য রয়েছে বেশ কিছু চ্যাট করার সফটওয়্যার। এগুলো অ্যাপলের আইফোন বা গুগলের অ্যান্ড্রয়েডেও কাজ করে। এসব সফটওয়্যারের মধ্যে সবচেয়ে জনপ্রিয়টি হল নিমবাজ।


এ সফটওয়্যারটির প্রধান সুবিধাগুলি হলঃ
১) নিমবাজ সফটওয়্যার দিয়ে মোবাইল ফোনে সবসময়য় ইন্টারনেটের চ্যাট সেবাগুলোতে অনলাইন থাকা যায়।
২) নিমবাজের মাধ্যমে মোবাইল ফোনে ইয়াহু, এমএসএন, ফেসবুক মাইস্পেস, এআইএম, স্কাইপে, গুগলটকসহ বিভিন্ন তাৎক্ষণিক মেসেজ আদান-প্রদানের সফটওয়্যারগুলো চালু রাখা যায়।
৩) নিমবাজ ব্যবহারকারীরা নিজেদের মধ্যে ভয়েস চ্যাট করতে পারে।
৪) নিমবাজের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ছবি, ফাইল ও ভিডিও আদান-প্রদান করা যায়।
৫) নিমবাজের ফোনবুকে মোবাইলের ফোনবুক কন্টাক্ট রাখা যায়। ফলে মোবাইল হারালেও ফোনবুকের নম্বর হারানোর ভয় থাকেনা।
৬) নিমবাজের মাধ্যমে ব্যবহারকারী তার ফ্রেন্ডদের অবস্থান জানতে পারে এবং নিজের অবস্থানও ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারে।
৭) নিমবাজ বিনামুল্যে ডাউনলোড ও ব্যবহার করা যায়।

নিমবাজ ব্যবহার করতে হলে প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। নিচের স্টেপগুলো ফলো করুনঃ
১) এই লিঙ্কে যান।
২) মোবাইল নম্বর ও ক্যপচার ফিল্ডগুলো পূরণ করে Get Nimbuzz এ ক্লিক করুন।


৩) মোবাইলে নিমবাজের ডাউনলোড লিঙ্কসহ একটি মেসেজ চলে যাবে। ওখান থেকেই নিমবাজ মোবাইলে ডাউনলোড করে ইন্সটল দিতে হবে।
৪) এদিকে Get Nimbuzz এ ক্লিক করলে এরকম একটি ওয়েবপেইজের দেখা পাবেন। নিচের Create Account এ ক্লিক করুন।


৫) প্রয়োজনীয় ফিল্ডগুলো পুরন করে Sign up এ ক্লিক করলে নিজের একটি নিমবাজ অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।


পরবর্তীতে মোবাইল থেকে নিমবাজ ব্যবহার করার সময় ইউজারনেইমপাসওয়ার্ড দিয়ে নিমবাজে লগিন করতে হবে।

নিমবাজ মোবাইল ছাড়াও ডেস্কটপ কম্পিউটার ও নিমবাজের ওয়েবসাইট থেকে ব্যবহার করা যায়। কম্পিউটারের জন্য নিমবাজ ডাউনলোড করতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ


========= ধন্যবাদ =========


লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: মোবাইল চ্যাটিং এর সেরা সফটওয়্যার নিমবাজ Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top