তবে ডেস্কটপ বেইজড ইন্টারনেট সফটওয়্যার PhotoGrabber থাকলে বিনা ঝামেলায় খুব সহজেই ডাউনলোড করা যায় ফেসবুক ফ্রেন্ডদের ফটো অ্যালবামগুলো।
ডেস্কটপ থেকেই ডাউনলোড করুন ফেবু ফ্রেন্ডদের ফটো অ্যালবামগুলো
তবে ডেস্কটপ বেইজড ইন্টারনেট সফটওয়্যার PhotoGrabber থাকলে বিনা ঝামেলায় খুব সহজেই ডাউনলোড করা যায় ফেসবুক ফ্রেন্ডদের ফটো অ্যালবামগুলো।
এটি দিয়ে যা যা ডাউনলোড করা যাবেঃ
১) আপনার ফ্রেন্ড যেসব ফটোতে ট্যাগড হয়েছে
২) সম্পূর্ণ অ্যালবাম যেখানে কোন ট্যাগড ফটো রয়েছে
৩) ফ্রেন্ড এর আপলোড করা সব অ্যালবাম
৪) ফটো এর কমেন্ট ও ট্যাগিং ইনফরমেশন
ডাউনলোড লিঙ্কঃ
ডাউনলোড করবেন যেভাবেঃ
স্টেপ ১
ফেসবুকে লগিন করে ডাউনলোড করা ফোল্ডার এর PG আইকনে ডাবল ক্লিক করুন। তারপর Login এ ক্লিক করুন।
স্টেপ ২
ফেসবুক অথেনটিকেশন (প্রথমবারের জন্য) Alow করুন এবং Cntrl+C চেপে লগিন কোডকে ক্লিপবোর্ডে কপি করুন।
স্টেপ ৩
Cntrl+V চেপে কপি করা লগিন কোডকে নির্দিষ্ট স্থানটিতে পেস্ট করুন এবং নিচের I Want to Download বাটনে ক্লিক করুন।
স্টেপ ৪
আপনার ফ্রেন্দদের লিস্ট থেকে কাউকে সিলেক্ট করুন এবং Begin Download এ ক্লিক করে কোথায় অ্যালবাম সেভ করতে চান তা দেখিয়ে দিন।
ব্যাস, কয়েক সেকেন্ডের মধ্যেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড সফলভাবে সম্পন্ন হলে পোস্টটিতে লাইক দিন। কোন জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় কমেন্ট এ বলুন।
========= ধন্যবাদ =========