মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

ডেস্কটপ থেকেই ডাউনলোড করুন ফেবু ফ্রেন্ডদের ফটো অ্যালবামগুলো


ব্যক্তিগত তথ্য, আবেগ-অনুভুতি ও ফটো ফ্রেন্ডদের সাথে শেয়ারের উৎকৃষ্ট ও অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুক ফ্রেন্ডদের ফটো অ্যালবাম এর সিঙ্গেল ছবি ডাউনলোডের সুযোগ ফেসবুক দিলেও পুরো অ্যালবাম ডাউনলোডের পারমিশন এখন পর্যন্ত ফেসবুকে নেই। ফ্রেন্ডদের ফটো অ্যালবাম ডাউনলোডের জন্য আমরা তাই শরণাপন্ন হই বিভিন্ন ব্রাউজার এক্সটেনশন যেখানে লিমিটেড কিছু অপশন নিয়ে অত্যন্ত ঝামেলা করে ডাউনলোড করতে হয় ফটো অ্যালবামগুলো।

তবে ডেস্কটপ বেইজড ইন্টারনেট সফটওয়্যার PhotoGrabber থাকলে বিনা ঝামেলায় খুব সহজেই ডাউনলোড করা যায় ফেসবুক ফ্রেন্ডদের ফটো অ্যালবামগুলো।

এটি দিয়ে যা যা ডাউনলোড করা যাবেঃ
১) আপনার ফ্রেন্ড যেসব ফটোতে ট্যাগড হয়েছে
২) সম্পূর্ণ অ্যালবাম যেখানে কোন ট্যাগড ফটো রয়েছে
৩) ফ্রেন্ড এর আপলোড করা সব অ্যালবাম
৪) ফটো এর কমেন্ট ও ট্যাগিং ইনফরমেশন

ডাউনলোড লিঙ্কঃ


ডাউনলোড করবেন যেভাবেঃ
স্টেপ ১
ফেসবুকে লগিন করে ডাউনলোড করা ফোল্ডার এর PG আইকনে ডাবল ক্লিক করুন। তারপর Login এ ক্লিক করুন।



স্টেপ ২
ফেসবুক অথেনটিকেশন (প্রথমবারের জন্য) Alow করুন এবং Cntrl+C চেপে লগিন কোডকে ক্লিপবোর্ডে কপি করুন।


স্টেপ ৩
Cntrl+V চেপে কপি করা লগিন কোডকে নির্দিষ্ট স্থানটিতে পেস্ট করুন এবং নিচের I Want to Download বাটনে ক্লিক করুন।



স্টেপ ৪
আপনার ফ্রেন্দদের লিস্ট থেকে কাউকে সিলেক্ট করুন এবং Begin Download এ ক্লিক করে কোথায় অ্যালবাম সেভ করতে চান তা দেখিয়ে দিন।



ব্যাস, কয়েক সেকেন্ডের মধ্যেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড সফলভাবে সম্পন্ন হলে পোস্টটিতে লাইক দিন। কোন জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় কমেন্ট এ  বলুন।

========= ধন্যবাদ ========= 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    2 মন্তব্য(গুলি):

    Item Reviewed: ডেস্কটপ থেকেই ডাউনলোড করুন ফেবু ফ্রেন্ডদের ফটো অ্যালবামগুলো Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top