বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

ডিকশনারি লাগবে? বাংলা ডিকশনারি???


লেখাপড়া করেন কিন্তু ডিকশনারি এর নাম শুনেননি এরকম মানুষ পৃথিবীতে খুব কমই আছেন। অর্থ খোঁজার জন্য সচরাচর আমরা যে কাগুজে বইয়ের ডিকশনারিগুলি ব্যবহার করি সেখানে শব্দার্থ খোঁজা বিশাল কাঁদার মধ্যে সুঁই খোঁজার মতই। ডিজিটাল যুগে কাগুজে বইয়ের ডিকশনারি তাই আজ পরিনত হয়েছে ডিকশনারি সফটওয়্যারে; যেখানে খুব অল্প পরিশ্রমেই খুঁজে পাওয়া সম্ভব কাঙ্ক্ষিত শব্দের অর্থটিকে।

ইংলিশ টু বাংলা ও বাংলা টু ইংলিশ ডিকশনারি এর একটি আদর্শ উদাহারন হচ্ছে Bangla Dictionary সফটওয়্যারটি। এটি খুবই ইউজার ফ্রেন্ডলি ও পোর্টেবল। মাত্র কয়েক সেকেন্ডে প্রায় বিনা পরিশ্রমেই এটি ব্যবহার করে খুঁজে পাওয়া সম্ভব কাঙ্খিত শব্দের অর্থটিকে। আর সফটওয়্যারটির সাইজও খুব বেশি নয়, মাত্র ২ মেগাবাইট।

ডাউনলোড করার পর লাল রঙের Bangla Dictionary তে ডাবল ক্লিক করলে নিচের ছবির মত একটি অ্যাপিয়ারেন্স পাবেন। 

চিত্রে প্রদর্শিত স্থানে আপনার কাঙ্ক্ষিত ইংরেজি শব্দটি লিখুন আর ডানপাশে দেখুন শব্দটির বাংলা অর্থ। 

আপনি যদি কোন বাংলা শব্দের ইংরেজি সমার্থক শব্দ জানতে চান তাহলে সফটওয়্যারটির নিচে দেখানো স্থানে ক্লিক করুন। 

এবার Word এর স্থানে বাংলা শব্দটি লিখে Search এ ক্লিক করলে ডানপাশে পেয়ে যাবেন শব্দটির কাঙ্খিত ইংরেজি সমার্থক শব্দকে। 

পোস্টটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। 
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ডিকশনারি লাগবে? বাংলা ডিকশনারি??? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top