শুক্রবার, ১২ জুন, ২০১৫

ডাউনলোড হবে ইউটিউব ভিডিও


ভিডিও ডাউনলোড এর সেরা ও অন্যতম সাইট হিসেবে ইউটিউবকে স্বীকার করতেই হবে। সাধারণত ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য সুনির্দিষ্ট কোন ডাউনলোড অপশন থাকেনা, ফলে অনেক ইউজার ইউটিউব ভিডিও ডাউনলোড করতে গিয়ে বিরম্বনায় পড়েন। সহজভাবে কি করে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় তাই আজকে আলোচনা করার চেস্টা করব।


ইউটিউব ডট কম এ গিয়ে কাঙ্ক্ষিত ফাইলটি সার্চ করুন ও প্লে করুন। 
ছবি বড় করে দেখতে ব্রাউজারের একটি নতুন ট্যাবে ছবিটি খুলুন

মুল এড্রেসবারে www.youtube.com এর মাঝে ss লিখুন ও এন্টার দিন।
ছবি বড় করে দেখতে ব্রাউজারের একটি নতুন ট্যাবে ছবিটি খুলুন

savefrom.net নামক নতুন একটি সাইটে রিডায়রেক্ট হবেন। কোথাও ক্লিক করবেন না, অপেক্ষা করুন।
ছবি বড় করে দেখতে ব্রাউজারের একটি নতুন ট্যাবে ছবিটি খুলুন

কিছুক্ষণের মধ্যে ডাউনলোড অপশন চলে আসবে। প্রিন্ট সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করুন। 
ছবি বড় করে দেখতে ব্রাউজারের একটি নতুন ট্যাবে ছবিটি খুলুন


ব্রাউজারে 1-Click YouTube Video Download, Easy Youtube Video Downloader Express ইত্যাদি এডঅন ইন্সটল করেও ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। এসব ক্ষেত্রে ইউটিউব ভিডিওর সংশ্লিষ্ট ফাইলটির নিচে Download লেখা আসবে যাতে ক্লিক করলে সুবিধামত প্রিন্ট বেছে নিয়ে ডাউনলোড করা যাবে।

এছাড়া পিসিতে ফ্ল্যাশ প্লেয়ার ঠিকমত ইন্সটল থাকলে আইডিএম দিয়েও ডাউনলোড এর কাজটি সহযেই করা যায়।

পোস্ট সম্পর্কিত যেকোন জিজ্ঞাসা কমেন্ট এ বলুন। বিকন ব্লগ ভিজিটের জন্য অসংখ্য ধন্যবাদ।  

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ডাউনলোড হবে ইউটিউব ভিডিও Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top