রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

পেন্সিলে আঁকুন নিজের ছবি


কেমন হয় যদি নিজের পছন্দের ছবিটি পেন্সিলে আঁকা দেখেন?


সন্দেহ নেই খুব ভাল হয়।
কি ভাবছেন কাজটি অনেক কঠিন?
একদমই না। এজন্য আপনাকে লাগবে মাত্র ৯৪১ কিলোবাইটের Photo Sketch Maker সফটওয়্যারটি।


সফটওয়্যারটি পোর্টেবল, ইন্সটল দিতে হবেনা। 

কিভাবে কাজ করবেন? 
১) প্রথমে সফটওয়্যারটি চালু করে Open মেনু থেকে ছবিটি আনুন।

২) দেখুন, মুল ছবির পাশে ছবিটির পেন্সিল স্কেচ দেখা যাচ্ছে। 
৩) বামপাশের স্লাইডারটি টেনে পেন্সিল স্কেচের গভীরতা মনের মত করে নিন।
৪) নিচের লাল, নীল, বেগুনী ইত্যাদি ক্যানভাসগুলি থেকে পছন্দমত একটি সিলেক্ট করুন।
৫) সবশেষে উপরের File মেনু থেকে ছবিটি আপনার পিসিতে সেইভ করুন। 

পোস্টটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করবেন।
ভাল থাকবেন সবাই।
============ ধন্যবাদ ============ 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: পেন্সিলে আঁকুন নিজের ছবি Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top