মোবাইল ভিডিও কনভার্ট করার জন্য আমরা একেক জন একেক কনভার্টার ব্যবহার করি। সত্যি বলতে কি, কোন কনভার্টারই আমাদের ১০০% পছন্দ নয়। প্রত্যেক কনভার্টারই কিছু না কিছু সীমাবদ্ধতায় আবদ্ধ। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি কনভার্টার দেব, যা আপনার ১০০% সন্তুষ্টি অর্জন করবে ইনশাল্ললাহ। সব ধরনের সীমাবদ্ধতা থেকে মুক্ত iWisoft Free Video Converter.
ডাউনলোড করার পর সফটওয়্যার টি আপনার পিসিতে ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি চালু করুন।
কিভাবে ব্যবহার করবেন?
১) প্রথমে যে গানটি কনভার্ট করতে চান তা নিয়ে আসুন Add এ ক্লিক করে। এভাবে......
২) এবার সবার নিচে থাকা Profile ও Output ঠিক করে নিতে হবে। Profile ঠিক করুন এভাবেঃ Common video> MPEG-4 Movie (*.mp4). নিচের ছবিটি দেখলেই পরিস্কার হয়ে যাবেন।
৩) এবার Profile এর ডানে থাকা Settings এ ক্লিক করে সেটিংসগুলো মনের মত করে ঠিক করে নিন।
তবে চায়না জাতীয় মোবাইলের জন্য নিচের মত করে সেটিংসগুলো ঠিক করে নিতে পারেন। মনে রাখবেন, Video এর Bitrate যত বেশি দিবেন গানের কোয়ালিটি তত ভাল হবে এবং একইসাথে গানের সাইজও বাড়বে। সব ঠিক করে Save as এ ক্লিক করে নতুন প্রোফাইলে সেভ করে নিলে পরবর্তীতে কাজগুলো পুনরায় আর করতে হবেনা।
৪) আপনি যদি গানটি ইডিট করতে চান তাহলে গানের উপর রাইট ক্লিক করে Edit ক্লিক করুন।
৫) লক্ষ্য করুন, আপনি যদি গানটি ফুল স্ক্রিন করতে চান তাহলে Crop ট্যাবের অধীনে থাকা ভিডিওটির অংশ সিলেক্ট করে Zoom=Full screen করে দিন।
৬) ইফেক্ট দিতে পারেন Effect ট্যাবে ক্লিক করে।
৭) গানের নির্দিষ্ট একটি অংশ কেটে নিতে পারেন Trim ট্যাবে ক্লিক করে।
৮) লোগো বা ছবি দিতে পারবেন Logo এর অধীনে থাকা Browse এ ক্লিক করে।
৯) ওয়াটারমার্ক বা জলছাপ দিতে পারবেন মনের মত। এজন্য Text ক্লিক করে ফাকা জায়গাটিতে আপনার টেক্সটটি লিখুন।
১০) সবশেষে Start এ ক্লিক করলে কনভার্ট শুরু হবে এবং শেষ হলে তা Output এ গিয়ে সেইভ হবে।
আরও কিছু অপশন পাবেন সফটওয়্যারটিতে যা আপনার প্রান জুড়িয়ে দেবে। বিশ্বাস না হলে নিজেই ব্যবহার করে দেখুন।
পোস্টটি ভাল লাগলে দয়া করে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনার অনুপ্রেরণাই আমার সামনে এগিয়ে যাওয়ার পাথেয়।
============ ধন্যবাদ ============
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন