শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১

অসাধারন একটি ইসলামিক সফটওয়্যার ডাউনলোড করে নিন এখুনি



আসসালামু আলাইকুম।

আজকে যে ইসলামিক সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তার নাম "Salat Time".


 এটি আপনাকে যে সুবিধাগুলি দেবে সেগুলি হলঃ
  • এটি নামাজের ওয়াক্ত হলেই আপনার পিসিতে আযান দেবে।
  • কা'বা শরীফের দিককে ইন্ডিকেট করবে যে, এত ডিগ্রি কোণে অমুক দিকে তা আছে।
  • কম্পিউটার স্টার্ট করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম তেলাওয়াত করবে যা আপনি আপনার ইচ্ছেমত পরিবর্তন করে নিতে পারবেন।
  • আপনি নির্দিষ্ট ওয়াক্তের জন্য আযান সিলেক্ট করে নিতে পারবেন।
  • মক্কার কা'বা শরীফ, মদীনার মসজিদে নববী, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, সিরিয়ার দামেস্ক মসজিদ ও কায়রো শহরের দুইটি আযান থেকে আপনি সিলেক্ট করতে পারেন।
  • পরবর্তী নামাজের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তা জানিয়ে দেবে।
  • পৃথিবীর যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের নামাজের স্থায়ী সময়সূচী এর মাধ্যমে জানতে পারবেন।
  • আযান শেষ হয়ে গেলে এটি আযানের দোয়া পড়বে।
  • এছাড়া নির্দিষ্ট সময়ে এলার্ম দেয়ার সিস্টেমও এখানে আছে।
আর কি চাই?
তাহলে আর দেরি কেন? এখুনি ডাউনলোড করে নিন মাত্র ১২ মেগাবাইটের অসাধারারন এই সফটওয়্যারটি।


সুন্দর সুন্দর সব কন্টেন্ট পেতে আমার ব্লগে নিয়মিত আসুন। ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments