আসসালামু আলাইকুম।
আজকে যে ইসলামিক সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তার নাম "Salat Time".
এটি আপনাকে যে সুবিধাগুলি দেবে সেগুলি হলঃ
- এটি নামাজের ওয়াক্ত হলেই আপনার পিসিতে আযান দেবে।
- কা'বা শরীফের দিককে ইন্ডিকেট করবে যে, এত ডিগ্রি কোণে অমুক দিকে তা আছে।
- কম্পিউটার স্টার্ট করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম তেলাওয়াত করবে যা আপনি আপনার ইচ্ছেমত পরিবর্তন করে নিতে পারবেন।
- আপনি নির্দিষ্ট ওয়াক্তের জন্য আযান সিলেক্ট করে নিতে পারবেন।
- মক্কার কা'বা শরীফ, মদীনার মসজিদে নববী, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, সিরিয়ার দামেস্ক মসজিদ ও কায়রো শহরের দুইটি আযান থেকে আপনি সিলেক্ট করতে পারেন।
- পরবর্তী নামাজের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তা জানিয়ে দেবে।
- পৃথিবীর যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের নামাজের স্থায়ী সময়সূচী এর মাধ্যমে জানতে পারবেন।
- আযান শেষ হয়ে গেলে এটি আযানের দোয়া পড়বে।
- এছাড়া নির্দিষ্ট সময়ে এলার্ম দেয়ার সিস্টেমও এখানে আছে।
তাহলে আর দেরি কেন? এখুনি ডাউনলোড করে নিন মাত্র ১২ মেগাবাইটের অসাধারারন এই সফটওয়্যারটি।