শনিবার, ১৮ আগস্ট, ২০১২

ফায়ারফক্স থেকে যেভাবে সম্পূর্ণরূপে বেবিলন সার্চকে বিদায় করবেন


মজিলা ফায়ারফক্স ব্যবহারকারী প্রায় প্রত্যেকে ইদানিং হয়ত একটি সমস্যা লক্ষ্য করেছেন যে, হোমপেইজে গুগল বা অন্য কোন অ্যাড্রেস দেওয়া থাকলেও হোমপেইজ অন হওয়ার সময় বেবিলন সার্চ নামে বিরক্তিকর এক ভিলেইন এর আবির্ভাব হয়।


সমস্যাটি ক্রম ও এক্সপ্লোরার এর ক্ষেত্রেও মাঝে মাঝে দেখা যাচ্ছে। আজকে আমি আলোচনা করব কিভাবে সম্পূর্ণরুপে এই বেবিলন সার্চকে রিমুভ করা যায়।

১) প্রথমে ফায়ারফক্স অন করে অ্যাড্রেসবারে about:config লিখে এন্টার দিন।


২) This Might Void Your Warranty! জাতীয় কোন মেসেজ আসলে I'll be Careful, I Promise! ক্লিক করুন।


৩) নতুন উইন্ডোর Search বারে Babylon লিখে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।


৪) সার্চবারে Babylon লিখলে যে রেজাল্টগুলো পাওয়া যাবে তাদের প্রত্যেকটির উপর একে একে মাউজের রাইট ক্লিক করে Reset করে দিন।


৫) সবগুলোকে রিসেট করে দিলে ওদের Status গুলো এরকম দেখাবেঃ


৬) ব্যাস হয়ে গেল! ব্রাউজার রিস্টার্ট করে দেখুন মজা!

ট্রিকসটি ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন।
========= ধন্যবাদ ========= 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments