হাই স্পীড রেলওয়ের কথা চিন্তা করে আমেরিকানরা তৈরি করেছিল 150MPH (Miles Per Hour) গতির Amtrak's Acela Express যা বর্তমানে সবচেয়ে দ্রুতগতির ট্রেন হিসেবে আমেরিকাতে চালু আছে। কিন্তু আমেরিকার বাইরে কি দ্রুতগতির রেল ট্রাভেল নেই? আছে। সবচেয়ে দ্রুতগতির ১০টি ট্রেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু।
১০) HSL-1
186 MPH স্পীড এর এই ট্রেনটি ১৯৯৭ সালে বেলজিয়ামে চালু হয়। পেরিস থেকে ব্রাসেলস পৌছুতে দ্রুতগতির এই ট্রেনটি মাত্র ৯০মিনিট সময় নেয় যা সত্যিই অবাক করার মত।
৯) ETR 500
ইটালিয়ান ETR 500 ট্রেনটির স্পীড হচ্ছে 190 MPH অর্থাৎ মিলান থেকে বোলগনা যেতে ট্রেনটির সময় লাগে মাত্র ১ ঘণ্টা।
৮) The Eurostar
এই ট্রেনটির গমনপথ হচ্ছে লন্ডন টু প্যারিস। এটি এতটাই দ্রুতগতির যে চ্যানেল টানেল দিয়ে অতিক্রম করার সময় এটি 199 MPH স্পীডও ছুঁতে সক্ষম।
৭) AVE Talgo-350
স্প্যানিশদের থেকে তৈরিকৃত এ ট্রেনটি সর্বপ্রথম 200 MPH স্পীডের গণ্ডি ভাঙতে সক্ষম হয়। এটি মাদ্রিদ থেকে বার্সেলোনা চোখের পলকেই পৌছুতে পারে 205 MPH গতিতে।
৬) THSR 700T
১০০০ যাত্রী পরিবহন ক্ষমতাসম্পন্ন তাইওয়ানের এ ট্রেনটি 208 MPH গতিতে ট্রাভেল করে।
৫) KTX 2
সাউথ কোরিয়ার এই ট্রেনটির যাত্রী ধারণ ক্ষমতা মাত্র ৩৬০, কিন্তু সর্বচ্চ 219 MPH স্পীডে এটি এর গন্তব্যে পৌঁছুতে সক্ষম।
৪) TGV Reseau
যদিও ট্রেনটির নরমাল রানিং স্পীড 199 MPH এর মত, কিন্তু সর্বচ্চ 236 MPH গতিতে এটি তার গন্তব্যে পৌঁছুতে সক্ষম। এটি ফ্রান্সের সবচেয়ে দ্রুতগামী ট্রেন।
৩) Duck-Billed Platypus
বুলেট ট্রেন হিসেবে খ্যাত যে ট্রেনটির জন্য জাপান সমাদৃত সেই ট্রেনটিই এটি। ট্রেনটির সর্বচ্চ স্পীড 275 MPH. ট্রেনটির মাথায় ইউনিক একটি নাক থাকায় এটিকে Duck-Billed Platypus নামেও ডাকা হয়ে থাকে।
২) The Transrapid TR-09
জার্মানি থেকে চালুকৃত The Transrapid TR-09 ট্রেনটি mag-lev technology ব্যবহার করে চলাফেরা করে। mag-lev technology কে technically monorail ও বলা যায়। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্রুতগামী ট্রেন যা সর্বচ্চ 279 MPH স্পীডে চলাফেরা করতে সক্ষম।
১) CRH380A
চায়নার এ ট্রেনটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এটি ভুমির উপর দিয়ে সর্বচ্চ 302 MPH গতিতে ট্রাভেলিং করে যা সত্যিই বিস্ময় করার মত।
১০) HSL-1
186 MPH স্পীড এর এই ট্রেনটি ১৯৯৭ সালে বেলজিয়ামে চালু হয়। পেরিস থেকে ব্রাসেলস পৌছুতে দ্রুতগতির এই ট্রেনটি মাত্র ৯০মিনিট সময় নেয় যা সত্যিই অবাক করার মত।
HSL-1 সুত্রঃ www.tiptoptens.com |
৯) ETR 500
ইটালিয়ান ETR 500 ট্রেনটির স্পীড হচ্ছে 190 MPH অর্থাৎ মিলান থেকে বোলগনা যেতে ট্রেনটির সময় লাগে মাত্র ১ ঘণ্টা।
ETR 500 সুত্রঃ www.telegraph.co.uk |
৮) The Eurostar
এই ট্রেনটির গমনপথ হচ্ছে লন্ডন টু প্যারিস। এটি এতটাই দ্রুতগতির যে চ্যানেল টানেল দিয়ে অতিক্রম করার সময় এটি 199 MPH স্পীডও ছুঁতে সক্ষম।
The Eurostar সুত্রঃ www.telegraph.co.uk |
৭) AVE Talgo-350
স্প্যানিশদের থেকে তৈরিকৃত এ ট্রেনটি সর্বপ্রথম 200 MPH স্পীডের গণ্ডি ভাঙতে সক্ষম হয়। এটি মাদ্রিদ থেকে বার্সেলোনা চোখের পলকেই পৌছুতে পারে 205 MPH গতিতে।
AVE Talgo-350 সুত্রঃ www.telegraph.co.uk |
৬) THSR 700T
১০০০ যাত্রী পরিবহন ক্ষমতাসম্পন্ন তাইওয়ানের এ ট্রেনটি 208 MPH গতিতে ট্রাভেল করে।
THSR 700T সুত্রঃ www.tiptoptens.com |
৫) KTX 2
সাউথ কোরিয়ার এই ট্রেনটির যাত্রী ধারণ ক্ষমতা মাত্র ৩৬০, কিন্তু সর্বচ্চ 219 MPH স্পীডে এটি এর গন্তব্যে পৌঁছুতে সক্ষম।
KTX 2 সুত্রঃ www.tiptoptens.com |
৪) TGV Reseau
যদিও ট্রেনটির নরমাল রানিং স্পীড 199 MPH এর মত, কিন্তু সর্বচ্চ 236 MPH গতিতে এটি তার গন্তব্যে পৌঁছুতে সক্ষম। এটি ফ্রান্সের সবচেয়ে দ্রুতগামী ট্রেন।
TVG Reseau সুত্রঃ www.fastesttrain.org |
৩) Duck-Billed Platypus
বুলেট ট্রেন হিসেবে খ্যাত যে ট্রেনটির জন্য জাপান সমাদৃত সেই ট্রেনটিই এটি। ট্রেনটির সর্বচ্চ স্পীড 275 MPH. ট্রেনটির মাথায় ইউনিক একটি নাক থাকায় এটিকে Duck-Billed Platypus নামেও ডাকা হয়ে থাকে।
Bullet Train সুত্রঃ www.telegraph.co.uk |
২) The Transrapid TR-09
জার্মানি থেকে চালুকৃত The Transrapid TR-09 ট্রেনটি mag-lev technology ব্যবহার করে চলাফেরা করে। mag-lev technology কে technically monorail ও বলা যায়। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্রুতগামী ট্রেন যা সর্বচ্চ 279 MPH স্পীডে চলাফেরা করতে সক্ষম।
The Transrapid TR-09 সুত্রঃ www.telegraph.co.uk |
১) CRH380A
চায়নার এ ট্রেনটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এটি ভুমির উপর দিয়ে সর্বচ্চ 302 MPH গতিতে ট্রাভেলিং করে যা সত্যিই বিস্ময় করার মত।
CRH380A সুত্রঃ www.tiptoptens.com |
আজ এ পর্যন্তই। পরবর্তী পোস্ট পেতে লাইক ও কমেন্ট করে বিকন ব্লগকে উৎসাহ দিন।
========== ধন্যবাদ ==========
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন