- প্রথমে ফেসবুকে লগিন করে Account Settings এ যান।
- বামপাশের General ট্যাব থেকে ডানপাশে সবার নিচে Download a Copy of Your Facebook Data নামে একটি অপশন পাবেন, ওখানে ক্লিক করলেই পুরো প্রোফাইল ডাউনলোড হওয়া শুরু হবে।
২) ফেসবুক কন্টাক্টগুলোকে Sync করে নিন
৩) বন্ধুদের বার্থডেগুলো এক্সপোর্ট করে নিন
অন্যান্য সব তথ্য এর মত বন্ধুদের বার্থডেও নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অপশন। আপনি চাইলে সহজেই আপনার ফেসবুক ফ্রেন্ডদের বার্থডেগুলো এক্সপোর্ট করে নিতে পারেন এভাবেঃ
- ফেসবুকে লগিন করে Events পেজে যান।
- ডানপাশে উপরে একটি ম্যাগ্নিফাই গ্লাস আইকন দেখতে পাবেন। ওখানে ক্লিক করলে নিচের মত কিছু অপশন পাবেন। Birthdays অপশন সিলেক্ট করে দিন।
- এবার পুনরায় ম্যাগ্নিফাই গ্লাস আইকনে ক্লিকায়ে দেখুন Export Birthdays অপশন দেখা যাচ্ছে।