শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১২

রিমোট কন্ট্রোলের সুস্থতা পরীক্ষা করুন ক্যামেরা মোবাইল দিয়ে


প্রথমেই বলে নিই, রিমোট কন্ট্রোলের এই ট্রিকসটি নিতান্তই যারা জানেন না তাদের জন্য। পণ্ডিতদের নিচে যেতে আন্তরিকভাবে নিরুৎসাহিত করছি।

মাত্র কয়েক ইঞ্চির রিমোট কন্ট্রোল নামক যন্ত্রখানার প্রয়োজন কতখানা তা আমি-আপনি না বুঝলেও ভুক্তভুগিরা ঠিকই বুঝে। প্রয়োজনীয় ছোটো এই রিমোট কন্ট্রোল তাই বদমাইশও হয় বেশি। যখন-তখন অসুস্থ হয়ে আমাদেরকেও করে তুলে অসুস্থ।

রিমোট কন্ট্রোলের সুস্থতা পরীক্ষা ক্যামেরাযুক্ত মোবাইল দিয়ে সহজেই করা যায়। এজন্য যা করতে হবে তা হলঃ

  • প্রথমে আপনার মোবাইল ক্যামেরা অন করুন।
  • রিমোট কন্ট্রোলের সেন্সর মোবাইল ক্যামেরার সাথে লাগিয়ে দিন।
  • এই অবস্থায় রিমোট কন্ট্রোলের যেকোনো কি চাপুন।
রিমোট কন্ট্রোলের সেন্সর
কি চাপার ফলে মোবাইল স্ক্রিনে যদি টর্চের মত কোন আলো দেখতে পান তাহলে রিমোটটি সুস্থ অর্থাৎ ভাল আছে।
আর কি চাপার ফলে মোবাইল স্ক্রিনে কোন পরিবর্তন দৃশ্যমান না হলে রিমোটটি অসুস্থ অর্থাৎ নষ্ট হিসেবে ধরে নিতে পারেন। 

(সবার আগে রিমোটটির ব্যাটারি ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নেয়া উচিত) 

ট্রিকসটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করবেন। বেশি ভাল লাগলে শেয়ার করবেন। 
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments