মাত্র কয়েক ইঞ্চির রিমোট কন্ট্রোল নামক যন্ত্রখানার প্রয়োজন কতখানা তা আমি-আপনি না বুঝলেও ভুক্তভুগিরা ঠিকই বুঝে। প্রয়োজনীয় ছোটো এই রিমোট কন্ট্রোল তাই বদমাইশও হয় বেশি। যখন-তখন অসুস্থ হয়ে আমাদেরকেও করে তুলে অসুস্থ।
রিমোট কন্ট্রোলের সুস্থতা পরীক্ষা ক্যামেরাযুক্ত মোবাইল দিয়ে সহজেই করা যায়। এজন্য যা করতে হবে তা হলঃ
- প্রথমে আপনার মোবাইল ক্যামেরা অন করুন।
- রিমোট কন্ট্রোলের সেন্সর মোবাইল ক্যামেরার সাথে লাগিয়ে দিন।
- এই অবস্থায় রিমোট কন্ট্রোলের যেকোনো কি চাপুন।
![]() |
রিমোট কন্ট্রোলের সেন্সর |