রবিবার, ১ জানুয়ারী, ২০১২

বয়স বের করুন ডিজিটাল উপায়ে


নানা প্রয়োজনে আমাদের বয়স বের করার প্রয়োজন পড়ে। চাকুরির জন্য দরখাস্ত, সিভি এমনকি বিয়ে করতে গেলেও বয়স বের করার দরকার পরে। কিন্তু আমরা অনেকেই এ হিসেবটি সঠিকভাবে করতে পারিনা এবং করতে চাইও না, কারণ প্রচুর ঝামেলার কাজ এটি। ফলে বেশিরভাগ সময়ই আমাদের শরণাপন্ন হতে হয় ক্লাস ফাইভ এর গনিত বইয়ের কাছে।
(উইন্ডোজ সেভেনে কাজ না করলে লেখক দায়ি নয়)


এত ঝামেলা না করে কাজটি ডিজিটাল উপায়ে বের করা সম্ভব মাত্র কয়েক সেকেন্ডেই।

বিশ্বাস হল না?

সত্যিই তাই। আর এক্ষেত্রে আপনি কেবল বয়সই পাবেন না বরং সপ্তাহের কোন বারটিতে জন্মেছিলেন তাও দেখতে পাবেন এক তুরিতেই।

সফটওয়্যারটির নাম Age Calculator.

মাত্র ২৬২ কিলোবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এখান থেকে

ডাউনলোড করার পর এক্সট্র্যাক্ট করুন। সফটওয়্যারটি পোর্টেবল, ইন্সটল করতে হবে না।


Set up এ ডাবল ক্লিক করে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে Go তে ক্লিক করে দেখুন আপনার জন্মের কথা বলে দিচ্ছে।

আপনি চাইলে এ কাজটি সরাসরি অনলাইনেও করতে পারেন। অনলাইনে বয়স বের করতে চাইলে এখানে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে Calculate ক্লিক করুন।


পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন। বিকন ব্লগের কন্টেন্টগুলো নিয়মিত পেতে ব্লগটির ফেসবুক ফ্যানপেজে লাইক দিন।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: বয়স বের করুন ডিজিটাল উপায়ে Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top