- প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এখান থেকে (মিডিয়াফায়ার লিঙ্ক)।
- ডাউনলোড করা সফটওয়্যারটি আপনার পিসিতে ইন্সটল করুন। সাথে সিরিয়াল ও রেজিস্ট্রেশন কি দেয়া আছে, ফুল ভার্সন করে নিন। ইন্সটল করার সময় ইউএসবি ড্রাইভটি অবশ্যই কম্পিউটারে কানেক্ট রাখুন এবং Destination Drive হিসেবে কোনটি প্রটেক্ট করতে চান তা দেখিয়ে দিন।
- ইন্সটল হয়ে গেলে উক্ত ডিভাইসে গিয়ে দেখুন USB Secure.exe নামে একটি ফাইল চলে এসেছে।
- ওখানে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত কিছু অপশন পাবেন।
- Set password ও Confirm password এর ঘরে কাঙ্খিত পাসওয়ার্ডটি লিখে Protect এ ক্লিক করুন।