আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্ননিদর্শন সমৃদ্ধ এবং পর্যটন ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে দীর্ঘদিন থেকেই। এত লম্বা সময় নান্দনিকতাকে সঙ্গে নিয়ে পথাচলা অত্যন্ত কঠিন। অথচ সেই কঠিন কাজটি ২৮ বছর ধরে নিয়মিত করে যাচ্ছেন নন্দিত নির্মাতা হানিফ সংকেত। তিন মাস অন্তর একটি করে চমৎকার ‘ইত্যাদি’ উপহার দিয়ে যাচ্ছেন তিনি। যা টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। এর প্রধান আকর্ষণীয় দিক হলো সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপনা। তবে বর্তমানে এটি এক মাস অন্তর অন্তর বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি সাধারনত মাসের পঞ্চম শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদের পর অনুষ্ঠিত হয়। এছারা ঈদ-উল-ফিতর এর মধ্যে ও অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।
এই পোস্টটিও দেখুনঃ
ইত্যাদি অনুষ্ঠানটির উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে দর্শক পর্ব, নানী-নাতী, মামা-ভাগ্নে, বিদেশি ছবির বাংলা সংলাপ ইত্যাদি প্রধান। এছাড়া এর বিভিন্ন শিক্ষামূলক দিক, স্থান পরিচিতি, সমাজসেবামূলক কাজের প্রচার, চিঠিপত্র অনুষ্ঠানটিকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। নিচে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রচারিত উল্লেখযোগ্য ১০ টি পর্বের ডাউনলোড লিংক দেয়া হলঃ
ক্রমিক নং
|
নাম
|
ডাউনলোড লিংক
|
মন্তব্য
|
১
|
ইত্যাদি – চাঁদপুর পর্ব (২০১৪)
|
৩৯০ মেগাবাইট, ১০-১০-২০১৭ এ আপলোডকৃত
|
|
২
|
ইত্যাদি – চাঁপাইনবাবগঞ্জ পর্ব (২০১৬)
|
৪২২ মেগাবাইট, ১০-১০-২০১৭ এ আপলোডকৃত
|
|
৩
|
ইত্যাদি – দিনাজপুর পর্ব (২০১৬)
|
৩২৬ মেগাবাইট, ১০-১০-২০১৭ এ আপলোডকৃত
|
|
৪
|
ইত্যাদি – ঈদুল ফিতর পর্ব (২০১৬)
|
৪৮৭ মেগাবাইট, ১০-১০-২০১৭ এ আপলোডকৃত
|
|
৫
|
ইত্যাদি – ঈদুল ফিতর পর্ব (২০১৭)
|
৫৪৩ মেগাবাইট, ১০-১০-২০১৭ এ আপলোডকৃত
|
|
৬
|
ইত্যাদি – ফরিদপুর পর্ব (২০১৬)
|
৪৩৮ মেগাবাইট, ১০-১০-২০১৭ এ আপলোডকৃত
|
|
৭
|
ইত্যাদি – যশোর পর্ব (২০১৬)
|
৩৯১ মেগাবাইট, ১০-১০-২০১৭ এ আপলোডকৃত
|
|
৮
|
ইত্যাদি – পাবনা পর্ব (২০১৭)
|
৩৯০ মেগাবাইট, ১০-১০-২০১৭ এ আপলোডকৃত
|
|
৯
|
ইত্যাদি – রাঙ্গামাটি পর্ব (২০১৬)
|
৩৭৮ মেগাবাইট, ১০-১০-২০১৭ এ আপলোডকৃত
|
|
১০
|
ইত্যাদি – সুন্দরবন পর্ব (২০১৭)
|
৪০০ মেগাবাইট, ১০-১০-২০১৭ এ আপলোডকৃত
|
কৃতজ্ঞতা স্বীকারঃ ফাগুন অডিও ভিশন
পোস্ট ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। অপেক্ষাকৃত দ্রুত রেসপন্স পেতে ফেসবুক কমেন্ট বক্স ব্যবহার করে কমেন্ট করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন