১০) HSL-1
186 MPH স্পীড এর এই ট্রেনটি ১৯৯৭ সালে বেলজিয়ামে চালু হয়। পেরিস থেকে ব্রাসেলস পৌছুতে দ্রুতগতির এই ট্রেনটি মাত্র ৯০মিনিট সময় নেয় যা সত্যিই অবাক করার মত।
![]() |
HSL-1 সুত্রঃ www.tiptoptens.com |
৯) ETR 500
ইটালিয়ান ETR 500 ট্রেনটির স্পীড হচ্ছে 190 MPH অর্থাৎ মিলান থেকে বোলগনা যেতে ট্রেনটির সময় লাগে মাত্র ১ ঘণ্টা।
![]() |
ETR 500 সুত্রঃ www.telegraph.co.uk |
৮) The Eurostar
এই ট্রেনটির গমনপথ হচ্ছে লন্ডন টু প্যারিস। এটি এতটাই দ্রুতগতির যে চ্যানেল টানেল দিয়ে অতিক্রম করার সময় এটি 199 MPH স্পীডও ছুঁতে সক্ষম।
![]() |
The Eurostar সুত্রঃ www.telegraph.co.uk |
৭) AVE Talgo-350
স্প্যানিশদের থেকে তৈরিকৃত এ ট্রেনটি সর্বপ্রথম 200 MPH স্পীডের গণ্ডি ভাঙতে সক্ষম হয়। এটি মাদ্রিদ থেকে বার্সেলোনা চোখের পলকেই পৌছুতে পারে 205 MPH গতিতে।
![]() |
AVE Talgo-350 সুত্রঃ www.telegraph.co.uk |
৬) THSR 700T
১০০০ যাত্রী পরিবহন ক্ষমতাসম্পন্ন তাইওয়ানের এ ট্রেনটি 208 MPH গতিতে ট্রাভেল করে।
![]() |
THSR 700T সুত্রঃ www.tiptoptens.com |
৫) KTX 2
সাউথ কোরিয়ার এই ট্রেনটির যাত্রী ধারণ ক্ষমতা মাত্র ৩৬০, কিন্তু সর্বচ্চ 219 MPH স্পীডে এটি এর গন্তব্যে পৌঁছুতে সক্ষম।
![]() |
KTX 2 সুত্রঃ www.tiptoptens.com |
৪) TGV Reseau
যদিও ট্রেনটির নরমাল রানিং স্পীড 199 MPH এর মত, কিন্তু সর্বচ্চ 236 MPH গতিতে এটি তার গন্তব্যে পৌঁছুতে সক্ষম। এটি ফ্রান্সের সবচেয়ে দ্রুতগামী ট্রেন।
![]() |
TVG Reseau সুত্রঃ www.fastesttrain.org |
৩) Duck-Billed Platypus
বুলেট ট্রেন হিসেবে খ্যাত যে ট্রেনটির জন্য জাপান সমাদৃত সেই ট্রেনটিই এটি। ট্রেনটির সর্বচ্চ স্পীড 275 MPH. ট্রেনটির মাথায় ইউনিক একটি নাক থাকায় এটিকে Duck-Billed Platypus নামেও ডাকা হয়ে থাকে।
![]() |
Bullet Train সুত্রঃ www.telegraph.co.uk |
২) The Transrapid TR-09
জার্মানি থেকে চালুকৃত The Transrapid TR-09 ট্রেনটি mag-lev technology ব্যবহার করে চলাফেরা করে। mag-lev technology কে technically monorail ও বলা যায়। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্রুতগামী ট্রেন যা সর্বচ্চ 279 MPH স্পীডে চলাফেরা করতে সক্ষম।
![]() |
The Transrapid TR-09 সুত্রঃ www.telegraph.co.uk |
১) CRH380A
চায়নার এ ট্রেনটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এটি ভুমির উপর দিয়ে সর্বচ্চ 302 MPH গতিতে ট্রাভেলিং করে যা সত্যিই বিস্ময় করার মত।
![]() |
CRH380A সুত্রঃ www.tiptoptens.com |