বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

যেভাবে একটি পিডিএফ ফাইলে জলছাপ দিবেন


PDF মানে হচ্ছে Portable Document Format (PDF)। পরস্পরের মধ্যে ফাইল আদান-প্রদানের জন্য পিডিএফ ফরম্যাটের ফাইল ব্যবহার করা হয়। বিশেষ বিশেষ সুবিধার কারনে দিন দিন এই ফাইল ফরম্যাটটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

অনেক সময় পিডিএফ ফাইলের কপিরাইটের জন্য বা অন্য কোন কারনে পিডিএফ ফাইলের প্রতি পেজে Watermark বা জলছাপ দেওয়ার প্রয়জন হয়।

PDF Watermark Software দিয়ে খুব সহজেই Document এর সব পেজে জলছাপ দেওয়া যায়।

মাত্র ৮০০ কিলোবাইটের এই সফটওয়্যারটি  প্রথমে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে Install করে নিন।

এবার সফটওয়্যারটি চালু করে Open বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি দেখিয়ে দিন।



Text to stamp as watermark  অংশে জলছাপ হিসেবে কি দিতে চান তা লিখুন।

Angle (জলছাপটি কত ডিগ্রী কোণে রাখবেন), Font, Reader Mode, Stroke Color, Horizontal Position, Vertical Position এগুলো ঠিক করে Stamp Watermark & Save PDF বাটনে ক্লিক করে সেইভ করুন।

এবার দেখুন প্রতি পেজে জলছাপ চলে এসেছে।

ভাল লাগলে পোস্টটি আপনার ফেসবুক ওয়াল এ শেয়ার দিন।

সুন্দর সুন্দর সব কন্টেন্ট পেতে আমার ব্লগে নিয়মিত আসুন।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: যেভাবে একটি পিডিএফ ফাইলে জলছাপ দিবেন Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top