বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

ছোট্ট একটি টিপসঃ ড্রাইভ লুকিয়ে রাখা


নিরাপত্তার জন্য কম্পিউটারের হার্ডডিস্কের ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন।



এজন্য Run এ গিয়ে gpedit.msc লিখে ওপেন করুন। Group policy নামে একটি পেজ আসবে।

এখন User configuration থেকে Administrative templates এ যান।

এবার ডানপাশ থেকে Windows components এ ডাবল ক্লিক করুন।

তারপর Windows explorer এ ডাবল ক্লিক করুন।

দেখবেন অনেকগুলো অপশন এসেছে। এখান থেকে Hide these specified drives in my computer এই অপশনটি খুজে বের করে ওখানে ডাবল ক্লিক করুন।

 এখানে Enable box এ মার্ক করে কোন কোন ড্রাইভ লুকাতে চান তা সিলেক্ট কিরে Apply দিয়ে Ok করে বেরিয়ে আসুন।

এবার দেখুন আপনার পছন্দের ড্রাইভগুলো অদৃশ্য হয়ে গেছে।

জটিল জটিল সব কন্টেন্ট পেতে আমার ব্লগে নিয়মিত আসুন।
ধন্যবাদ।


লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ছোট্ট একটি টিপসঃ ড্রাইভ লুকিয়ে রাখা Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top