শনিবার, ১০ মার্চ, ২০১২

অরিজিনাল ক্যাসিও সায়েন্টিফিক ক্যালকুলেটর কিভাবে চিনবেন?


ক্যালকুলেটর সম্পর্কে নতুন কিছু বলার প্রয়োজন নেই। একটি ৩ বছরের শিশুও জানে যন্ত্রখানার প্রয়োজনীয়তা কতটুকু। যাক, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অরিজিনাল সায়েন্টিফিক ক্যাসিও ক্যালকুলেটর চেনার উপায়গুলো কি কি?

ক্যালকুলেটর কিনতে গিয়ে নকল মালের খপ্পরে পড়েননি এরকম পাবলিক খুব কমই আছেন। তবে নিচের ট্রিকসটি অনুসরণ করলে সহজেই আসল ক্যালকুলেটর চিনতে পারবেনঃ
১) প্রথমে ON বাটন চেপে ক্যালকুলেটরটি অন করুন।
২) এবার Shift+7+ON একসঙ্গে চাপুন।
৩) ডিসপ্লে কাল হয়ে গেলে 1 না আসা পর্যন্ত Shift বাটনটি চাপতে থাকুন।
৪) ডিসপ্লেতে 1 আসলে পরের বাটনগুলো একে একে চাপতে থাকুন (ON বাটন বাদে)। দেখুন ডিসপ্লেতে 2,3,4........ ইত্যাদি পরপর আসছে অর্থাৎ বাটনগুলো চেক হচ্ছে।
৫) যাদের ক্যালকুলেটরে চার অ্যারো কি সমৃদ্ধ Replay বাটন আছে তারা Mode বাটনের পর Replay বাটনের নিচের অ্যারো কি'টি বাদে উপরের ৩ টি অ্যারো কি চাপুন। আর নিচের অ্যারো কি বাটনটি "CONST" বাটনের পরে চেক করুন।
৬) এভাবে Shift থেকে Ans পর্যন্ত সব বাটন চেক হয়ে গেলে সবশেষে = বাটনটি চাপুন।
৭) ডিসপ্লেতে OK আসলে ON বাটনটি চাপুন।

নকল ক্যাসিও ক্যালকুলেটর Shift+7+ON কম্যান্ড বুঝতে পারেনা। 

ট্রিকসটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করবেন।
============ ধন্যবাদ ============

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: অরিজিনাল ক্যাসিও সায়েন্টিফিক ক্যালকুলেটর কিভাবে চিনবেন? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top