বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

পেনড্রাইভের ভাইরাসকে না বলুন


সঠিকভাবে ব্যবহার না করলে অনেক সময় আমাদের পেনড্রাইভ ভাইরাসের আঁখরা হয়ে উঠে। ফলে পেনড্রাইভে ওয়ার্ম বা ভাইরাস থাকলেও তা অনেক সময় সনাক্ত করা বেশ কঠিন হয়ে দাড়ায়।


তবে, আপনি চাইলে খুব সহজেই পেনড্রাইভে ভাইরাসের অস্তিত্ব সনাক্ত করতে পারেন। এজন্য, 
  • প্রথমে ইউএসবি পোর্টে আপনার পেনড্রাইভটি লাগান।
  • এরপর, Start>Run এ গিয়ে cmd লিখে এন্টার দিন। কমান্ড অপশন খুলবে। 
  • এখন, মাই কম্পিউটারে ঢুকে দেখে নিন আপনার পেনড্রাইভটি কোন ড্রাইভ (H,I,J,K ইত্যাদি) হিসেবে কাজ করছে। 
  • ধরুন, আপনার পেনড্রাইভটি কম্পিউটারে K ড্রাইভ হিসেবে কাজ করছে। তাহলে, কমান্ড অপশনে K: লিখে এন্টার দিন। 
  • এরপর, dir/w/o/a/p এই কমান্ডটি হুবহু লিখে এন্টার দিন। 
  • এখন আপনি পেনড্রাইভে থাকা সবগুলো ফাইলের তালিকা দেখতে পাবেন। ফাইলের তালিকায় Bha.vbs, Iexplore.vbs, RVHost.exe, Ravmon.exe, New Folder.exe, Autorun.inf ইত্যাদি এক্সটেনশনের কোন ফাইল আছে কিনা ভাল করে তা দেখে নিন। 
  • যদি থাকে তাহলে attrib -h -r -s -a *.* কমান্ডটি লিখে এন্টার চাপুন।
  • এরপর del filename লিখে এন্টার দিন। লক্ষ্য করুন, এখানে filename এর জায়গায় উক্ত ফাইলের নাম হুবহু লিখতে হবে। যেমন ধরুন, আপনি যদি Autorun.inf ফাইলটি মুছতে চান তাহলে আপনাকে লিখতে হবে এভাবে "del Autorun.inf" । 

এভাবে আপনি আপনার পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন খুব সহজেই। এছাড়া, সম্ভব হলে সর্বচ্চ সুরক্ষার জন্য নিয়মিত হালনাগাদ করা অ্যান্টিভাইরাস দিয়ে পেনড্রাইভ ফুল স্ক্যান করে নিন। 

পোস্টটি ভাল লাগলে দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। প্রযুক্তি কোন লুকিয়ে রাখার জিনিস নয়; প্রযুক্তি ছড়িয়ে দিন সবার কাছে। বিকন ব্লগের সুন্দর সুন্দর সব কন্টেন্ট নিয়মিত পেতে ব্লগের ফেসবুক ফ্যানপেজটিতে লাইক দিন। 
ভাল থাকবেন সবাই। ধন্যবাদ। 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: পেনড্রাইভের ভাইরাসকে না বলুন Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top