বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের অর্ধেকের বেশি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। মোবাইল ফোনে প্রাণের ভাষা বাংলা পড়া এবং লেখা নিয়ে বাংলাভাষী মানুষের আগ্রহের শেষ নেই। এ ব্যপারে কিছু পদ্ধতিও পাওয়া গেছে। আজকে আমি অপেরা মিনি দিয়ে কিভাবে বাংলা পড়া যায় তা আলোচনা করব। এছাড়া মোবাইলে বাংলা লেখার পদ্ধতি নিয়েও আলোচনা করা হবে পোস্টের শেষের অংশে।
মোবাইলে বাংলা পড়তে চাইলে প্রথমেই আপনাকে অপেরা মিনি নামের ব্রাউজারটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে নিতে হবে। এজন্য অবশ্য আপনার মোবাইল জাভা (.jad/.jar) সাপোর্টেড হতে হবে।
অপেরা মিনি ডাউনলোড করতে চাইলেঃ
- কম্পিউটার থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
- মোবাইল থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অপেরা মিনি ইন্সটল করার পর এটি খুলুন এবং এড্রেস বারে গিয়ে সব লেখা ক্লিয়ার করে দিয়ে "opera:config" লেখাটি হুবহু লিখে Ok বা Go to দিন। লেখাটির আগে বা পিছে www বা .com ইত্যাদি জাতীয় কোন কিছু লিখবেন না।
সবকিছু ঠিকভাবে করলে অপেরা ইউজার সেটিংস আসবে। নিচের দিকে গিয়ে দেখুন User bitmap fonts for complex scripts একটি অপশন No নামে করা আছে; ওটাকে Yes করে দিন।
Save করুন।
ব্যস, হয়ে গেল।
আপনি চাইলে Menu>Tools>Settings এ গিয়ে Mobile view অ্যাকটিভেট করে Font size এ Large নির্বাচিত করে দিতে পারেন। এতে আপনার লেখাগুলো স্পষ্টভাবে দেখতে সুবিধা হবে।
বাংলা লিখতে চাইলেঃ
যাদের মোবাইলে বাংলা দেখা যায় কিন্তু লেখা যায়না তারা "পানিনি বাংলা" নামে ছোট্ট একটি মোবাইল আপ্লিকেশন ব্যবহার করে মোবাইলে বাংলা লিখতে পারেন খুব সহজেই।
পানিনি বাংলা ডাউনলোড করতে পারবেন
এখান থেকে।
এবার অ্যাপ্লিকেশনটি অন করে দেখুন আপনার মোবাইলে বাংলা কিপ্যাড দেখা যাচ্ছে। এটি ব্যবহার করে আপনি বাংলায় এসএমএস দিতে পারবেন আর ফেসবুক-টুইটারেও দিতে পারবেন বাংলায় স্ট্যাটাস।
পোস্ট ভাল লাগলে কমেন্ট করুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।
বিকন ব্লগের কন্টেন্টগুলো নিয়মিত পেতে ব্লগটির
ফেসবুক ফ্যানপেজে লাইক দিন।
ধন্যবাদ।