এ সম্পর্কিত কিছু টিপস আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু।
ফেসবুকের পুরনো চ্যাটবক্স
ফেসবুক কিছুদিন পরপর পরিবর্তন আনছে। বেশ কিছুদিন হল ফেসবুক তার চ্যাটবক্সের সেটিংসও পরিবর্তন করেছে। কিন্তু বর্তমান চ্যাটবক্সের চেহারা অনেকেরই পছন্দ নয়।
তবে, ফায়ারফক্সের ছোটো একটি অ্যাড-অন ব্যবহার করে ফেসবুকের চ্যাটবক্সকে আগের মত করে ফেলতে পারেন। এজন্য, এই লিঙ্ক থেকে ২০ কিলোবাইটের FB Chat Sidebar Disabler নামের অ্যাড-অনটি ব্রাউজারে ইন্সটল করে নিন (Add to firefox> Restart firefox)।
দেখুন, ফেসবুক চ্যাটবক্সের চেহারা আবার আগের মত হয়ে গেছে।
কোন কারনে এটি কাজ না করলে Chat এ ক্লিক করে Option থেকে Use Old Style Chat সিলেক্ট করে দেখুন কাজ হয়ে গেছে।
ফেসবুকের ভিডিও ডাউনলোড
ফেসবুকে অনেকেই ভিডিও প্রকাশ করেন যেগুলো সরাসরি ফেসবুকে দেখা গেলেও ডাউনলোড এর কোন সুযোগ থাকেনা।
ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চাইলে,
- প্রথমে যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার উপর রাইট ক্লিক করে Copy link address ক্লিক করুন।
- এবার এই ঠিকানায় যান।
- Enter the video link এ আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করে দিয়ে Download এ ক্লিক করুন।