শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

ফেসবুকের কিছু স্পেশাল টিপস


প্রায় ৮০ কোটি অনলাইনপ্রিয় মানুষের মিলনমেলা ফেসবুক ব্যবহার করতে গিয়ে কখনো কখনো আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয় যার সমাধান তাৎক্ষনিকভাবে জরুরি হয়ে পরে।


এ সম্পর্কিত কিছু টিপস আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু।

ফেসবুকের পুরনো চ্যাটবক্স
ফেসবুক কিছুদিন পরপর পরিবর্তন আনছে। বেশ কিছুদিন হল ফেসবুক তার চ্যাটবক্সের সেটিংসও পরিবর্তন করেছে। কিন্তু বর্তমান চ্যাটবক্সের চেহারা অনেকেরই পছন্দ নয়।


তবে, ফায়ারফক্সের ছোটো একটি অ্যাড-অন ব্যবহার করে ফেসবুকের চ্যাটবক্সকে আগের মত করে ফেলতে পারেন। এজন্য, এই লিঙ্ক থেকে ২০ কিলোবাইটের FB Chat Sidebar Disabler নামের অ্যাড-অনটি ব্রাউজারে ইন্সটল করে নিন (Add to firefox> Restart firefox)।

দেখুন, ফেসবুক চ্যাটবক্সের চেহারা আবার আগের মত হয়ে গেছে।

কোন কারনে এটি কাজ না করলে Chat এ ক্লিক করে Option থেকে Use Old Style Chat সিলেক্ট করে দেখুন কাজ হয়ে গেছে।

ফেসবুকের ভিডিও ডাউনলোড
ফেসবুকে অনেকেই ভিডিও প্রকাশ করেন যেগুলো সরাসরি ফেসবুকে দেখা গেলেও ডাউনলোড এর কোন সুযোগ থাকেনা।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চাইলে,

  • প্রথমে যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার উপর রাইট ক্লিক করে Copy link address ক্লিক করুন।
  • এবার এই ঠিকানায় যান। 
  • Enter the video link এ আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করে দিয়ে Download এ ক্লিক করুন। 

ব্যস, হয়ে গেল।

ফেসবুকের Pending Friend Request দেখা
ফেসবুকে কাকে কাকে Add request করেছেন তা আগের সেটিংসে দেখা গেলেও বর্তমানের সেটিং তা শো করেনা।


তবে চাইলে ফেসবুকের একটি ছোট অ্যাপ্লিকেশনের সাহায্যে Pending friend request গুলো বের করা যায় খুব সহজেই।

এজন্য, জাস্ট শুধু এখানে গিয়ে Allow করলেই দেখতে পারবেন আপনার Pending friend request গুলো। 

বন্ধ করে দিন মৃতব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট
আপনার কোন ফ্রেন্ড বা আত্মীয়-স্বজন মারা গেলে তার যদি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে তা বন্ধ করে দিতে পারেন। 

মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে এই ঠিকানায় গিয়ে সেখানকার ফরমটি পুরন করে Submit করুন।


তাহলে, ফেসবুক যাচাই করে ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে।

সতর্কতাঃ
জীবিত মানুষকে মেরে ফেলতে যাবেন না। তাহলে ক্ষতি আপনারই হবে। 

টিপসগুলো ভাল লাগলে ব্লগটির ফেসবুক ফ্যানপেজে  লাইক দিন।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ফেসবুকের কিছু স্পেশাল টিপস Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top