সোমবার, ১১ জুন, ২০১২

কম্পিউটারের ফোল্ডারগুলিতে যোগ করুন পছন্দমত কমেন্ট


উইন্ডোজ অপারেটিং সিস্টেমে হার্ডডিস্কের কোন ফোল্ডারের উপর মাউজ পয়েন্টার রাখলে (ক্লিক নয়) উক্ত ফোল্ডার এর আকার, আয়তন, কি কি ফাইল এর মধ্যে আছে ইত্যাদি শো করে। কেমন হবে যদি এগুলোর সাথে আপনার দেয়া নিজস্ব কোন কথা বা উক্তি সেখানে প্রদর্শিত হয়?


নিশ্চয়ই মন্দ হয় না।

এটি করার জন্য আপনাকে মিডিয়াফায়ার থেকে প্রথমে মাত্র ১৩ কিলোবাইটের একটি ফোল্ডার ডাউনলোড করে নিতে হবে।


ডাউনলোড এর পর ফোল্ডারটি এক্সট্র্যাক্ট করলে Install.bat নামে একটি ফাইল পাওয়া যাবে। ওখানে ডাবল ক্লিক করলেই আপনার কাজ শেষ। 

এবার যেকোনো ফোল্ডার এ (ফাইল নয়) মাউজের রাইট ক্লিক করে দেখুন Add Comment নামে নতুন একটি অপশন যোগ হয়েছে।


ওখানে ক্লিক করলে কমেন্ট যোগ করার জন্য একটি স্পেস দেওয়া হবে। পছন্দমত নিজস্ব কোন কথা লিখে কীবোর্ড থেকে এন্টার চাপুন।



এবার দেখুন মজা।


(বিঃ দ্রঃ এক্সপিতে পরীক্ষিত, সেভেনে কাজ না করলে এডমিন দায়ী নয়)

ভাল থাকবেন সবাই।
======= ধন্যবাদ ======= 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: কম্পিউটারের ফোল্ডারগুলিতে যোগ করুন পছন্দমত কমেন্ট Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top