আবার ধরুন, মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি পেনড্রাইভে করে কোথাও নিয়ে যেতে চাচ্ছেন। কাজ করা শেষ, কিন্তু পেনড্রাইভে সেন্ড করার আগেই বিদ্যুৎ চলে গেল। দুঃখটা আরও বেশি হয়। বিদ্যুৎ না আসা পর্যন্ত আপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকেনা।
মাইক্রোসফট অফিসের সাম্প্রতিক সংস্করণগুলোতে অটো রিকভারি নামে একটি সুবিধা থাকে। এটি সক্রিয় করে রাখলে ওয়ার্ড ফাইলের লেখাগুলো পুনরায় উদ্ধার করা সম্ভব।
আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের অটো সেইভ অপশনটি একটিভেট করে রাখতে পারেন।
এজন্য নিচের ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করুনঃ
- প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে বামপাশ থেকে File এ ক্লিক করে Save as থেকে কোন একটি অপশনে ক্লিক করুন।
- এখন নিচে বামপাশের Tools মেনু থেকে Save অপশন এ ক্লিক করুন (মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ভার্সনে এই অপশনগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে)।
- নতুন উইন্ডো এলে Save auto recover...... অপশনটিতে টিক চিহ্ন দিয়ে ডানপাশে 1 minute নির্বাচন করে Ok দিয়ে বেরিয়ে আসুন (ছবি বড় করে দেখতে ব্রাউজারের একটি নতুন ট্যাবে ছবিটি খলুন)।