সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

উইন্ডোজ এক্সপির জন্য কিছু ফাটাফাটি টিপস


হাই পারফরমেন্স ও হাই স্পীডের কথা বলতে গেলে উইন্ডোজ এক্সপির কোন বিকল্প নেই। এক্সপির মুল সুবিধা হল, এটি কম্পিউটারকে স্লো করেনা। উইন্ডোজ এক্সপির আরও কিছু এক্সক্লুসিভ ফিচার আছে যেগুলির কারনে এক্সপি আজো লাখো ইউজারের হৃদয় দখল করে আছে।


আপনারা যারা উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যাবহার করেন তাদের জন্য আজ নিয়ে এলাম জটিল কিছু টিপস। অনেকেই হয়ত এগুলো জানেন, যারা জানেন না মুলত তাদের জন্যই এই পোস্ট।


১) উইন্ডোজ এক্সপিতে পাসওয়ার্ড ভুলে গেলেঃ
আপনার কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলেও ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটার চালু করতে পারেন।

এক্ষেত্রে, কম্পিউটার চালুর সময় যখন পাসওয়ার্ড চাইবে, তখন কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরে Delete পরপর দুবার চাপুন।


দেখবেন, নতুন একটি উইন্ডো এসেছে।
সেটিতে User name এর জায়গায় administrator লিখে Ok করুন। দেখবেন কম্পিউটারটি চালু হয়েছে।

তবে, আপনি যদি অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়ার সময় পাসওয়ার্ড দিয়ে থাকেন অর্থাৎ আপনার কম্পিউটারের administrator এর পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে কম্পিউটার চালু হবে না।
এক্ষেত্রে, নতুন করে অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হবে।

আর, কম্পিউটারের Bios এ যদি পাসওয়ার্ড দেয়া থাকে, তাহলে মাদারবোর্ডের ব্যাটারি খুলে আবার লাগালে পাসওয়ার্ড মুছে যাবে।

২) বন্ধ করুন Error Reporting :
এক্সপিতে কাজ করার সময় কোন কম্যান্ড ভুল দেওয়া হলে একটি এরর রিপোর্ট উইন্ডো আসে, যা খুব বিরক্তিকর।

এটি বন্ধ করতে হলে My Computer এ রাইট বাটন ক্লিক করে Properties এ যান। তারপর Advanced ট্যাবে গিয়ে সবার নিচে থাকা Error Reporting অপশনে ক্লিক করুন।


এবার Disable error reporting এ মার্ক করে Ok করে বেরিয়ে আসুন।

৩) সহজেই নেটওয়ার্কের কম্পিউটার বন্ধ করুনঃ
যাদের একসঙ্গে অনেক কম্পিউটার বন্ধ করার প্রয়োজন হয়, তারা সাধারনত একটি একটি করে কম্পিউটার বন্ধ করে থাকেন। এটা বেশ সময়সাপেক্ষ ও ঝামেলার ব্যাপার। তবে Lan Shutdown Software থাকলে এক ক্লিকে অনেকগুলো কম্পিউটার বন্ধ, রিস্টার্ট ও লগ অফ করা যায়।


অফিসে অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কে থাকলে বা কম্পিউটার ল্যাবের ক্ষেত্রে এই সফটওয়ার অনেক কাজে দেবে।

মাত্র এক মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি প্রথমে এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন।

সফটওয়্যারটি ইন্সটল করার পরে কম্পিউটারগুলো যুক্ত করতে হবে।

এরপরে যে যে কম্পিউটার বন্ধ করতে চান সেগুলো সিলেক্ট করে Shutdown অপশন নির্বাচন করে (Force Terminating Application নির্বাচিত রেখে) Shutdown! বাটনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে।

৪) উইন্ডোজ এক্সপিতে রান কম্যান্ডঃ
উইন্ডোজ এক্সপিতে নানা কারনে আমরা Run মেনু থেকে নানা কাজ করে থাকি। অনেকেরই প্রয়োজনীয় অনেক রান কম্যান্ড জানা নেই।


তবে, ইচ্ছা করলেই আপনি শতাধিক রান কম্যান্ড সমৃদ্ধ লিখিত একটি পিডিএফ ফাইল সংগ্রহে রেখে দিতে পারেন।

শতাধিক রান কম্যান্ড সমৃদ্ধ পিডিএফ ফাইল টি এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।

আজ এ পর্যন্তই। আমার পরবর্তী এক্সক্লুসিভ পোস্টের জন্য আমার সাথেই থাকুন।

ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    3 মন্তব্য(গুলি):

    Item Reviewed: উইন্ডোজ এক্সপির জন্য কিছু ফাটাফাটি টিপস Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top