রবিবার, ২৫ মার্চ, ২০১২

নিজের লেখাকে শুনুন রোবটিক গলায়


অনেকদিন পর লিখতে বসলাম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।

কিছুদিন আগে বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকারের ইউটিউবে দেয়া ভিডিওটি যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে ভিডিওটিতে হ্যাকাররা এক বিশেষ ধরনের রোবটিক ভাষা ইউজ করেছেন। কেমন হয় যদি আপনার কম্পিউটার আপনার লেখাকে সেইভাবে রোবটিক গলায় পড়ে শোনায়? ফোন বা অন্য কোন ডিভাইসে নিজের লেখাগুলো রোবটিক গলায় রেকর্ড করে বন্ধুর সাথে মজা করতে মন্দ হয়না নিশ্চয়ই?


হ্যা। নোটপ্যাড ব্যবহার করে আমরা এই কাজটি করতে পারি।
এই লিঙ্কে একটি কমপ্লিট ফাইল দেয়া আছে। প্রথমে ডাউনলোড করে নিই।

এবার ডাউনলোড করা ফোল্ডারটি এক্সট্র্যাক্ট করে ফোল্ডারের ভেতরে থাকা Robotic Speaker এ ডাবল ক্লিক করি।

কম্পিউটারের গলায় যা শুনতে চাচ্ছি তা লিখে Ok তে ক্লিক করি। এভাবে...


ব্যাস। এখন শুধু এনজয় এর পালা।

কেমন লাগলো জানাবেন। ভাল থাকবেন সবাই।
============ ধন্যবাদ ============ 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments