রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

অব্যবহৃত সিমের মোবাইল নম্বর ভুলে গেলে...


মোবাইল ফোনে একাধিক সিম ব্যবহার এখনকার সর্বাধিক আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম একটি ইস্যু। সচরাচর একটি সিম খুব কম মানুষই ব্যবহার করেন। ব্যক্তিগত বা ব্যবসায়িক কারনে একাধিক ফোন নম্বর অনেককেই ব্যবহার করতে হয়। অনেকের সিমের পরিমান আবার এতই বেশি যে, কতটি সিম তার নামে রেজিস্ট্রেশন করা আছে তার সঠিক হিসাবও তার কাছে নেই।


একাধিক সিম ব্যবহারের কারনে নম্বর মনে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আজকাল। অনেক সময় আমরা নিজের মোবাইল নম্বরটিই ভুলে যাই। সিম যদি নতুন হয় সেক্ষেত্রে ঘটনাটি ঘটে বেশি। ইদানিং দেখা যায়, বহুদিন আগে সিম কিনে রাখা হয়েছে; অফার পেয়ে সেটি চালু করতে গেলেই মনে হয় "নম্বর তো মনে নেই"। কল দিয়ে নম্বর জানতে গিয়ে দেখা গেল মোবাইলে যথেষ্ট পরিমান ব্যলাঞ্চ নেই। কার্ড রিচার্জ করে মোবাইল নম্বর বের করা বেশ ঝামেলার ব্যপার। 

কাজটি এত ঝামেলা করে না করে কিছু ট্রিকস দিয়ে সহজেই সমাধান করতে পারেন এভাবেঃ 
  • গ্রামীনফোন (প্রিপেইড) ঃ *১১১*৮*২#
  • গ্রামীনফোন (পোস্টপেইড) ঃ *১১১*৮*৩# 
  • রবি ঃ *১৪০*২*৪# অথবা ১২০০ নম্বরে কল করে ৪ প্রেস করুন (ফ্রি)
  • বাংলালিঙ্ক ঃ *৬৬৬*৮*২# 
  • এয়ারটেল ঃ *১২১*৬*৩#
ট্রিকসটি ভাল লাগলে কমেন্ট, লাইক ও শেয়ার করুন। ভাল থাকবেন সবাই।
বিকন ব্লগের এক্সক্লুসিভ কন্টেন্টগুলো নিয়মিত পেতে চাইলে ব্লগটির ফেসবুক ফ্যানপেজে লাইক দিন। 
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: অব্যবহৃত সিমের মোবাইল নম্বর ভুলে গেলে... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top