শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১২

পেনড্রাইভের ব্যাকগ্রাউণ্ডে দিন পছন্দের ছবি


কম্পিউটার আছে কিন্তু পেনড্রাইভ নেই বা পেনড্রাইভের নাম শুনেননি এমন ইউজার খুজে পাওয়া কঠিন। আমাদের দৈনন্দিন জীবনে পেনড্রাইভ এক অবিচ্ছেদ্য অংশ।

(শুধুমাত্র এক্সপির জন্য প্রযোজ্য)

আপনি চাইলে পেনড্রাইভের পটভূমিতে পছন্দের ছবি দিতে পারেন খুব সহজেই। এজন্য যা করতে হবে তা হলঃ


প্রথমে পছন্দের ছবিটি সেভ করে নিন abc.jpg নামে।
তার আগে দেখে নিন আপনার পিসির ফাইল এক্সটেনশন হাইড করা আছে কিনা। এটি দেখার জন্য Folder options ওপেন করে View ট্যাব থেকে Hide file extensions for known file types এর টিক চিহ্ন উঠিয়ে দিয়ে Apply এ ক্লিক করুন।


এবার একটি নোটপ্যাডে নিচের কোডগুলো হুবহু কপি করে desktop.ini নামে সেভ করুন।

কোডঃ
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=Im\abc.jpg
[.ShellClassInfo]
ConfirmFileOp=0
IconFile=%SystemRoot%\system32\SHELL32.dll
IconIndex=161
এবার desktop.ini ও  abc.jpg ফাইলদুটি পেনড্রাইভে নিন।
তারপর পিসি থেকে পেনড্রাইভটি খুলে পুনরায় পিসিতে প্রবেশ করান।
এখন পেনড্রাইভ ওপেন করে দেখুন জাদু।

পোস্টটি ভাল লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: পেনড্রাইভের ব্যাকগ্রাউণ্ডে দিন পছন্দের ছবি Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top