বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

উইন্ডোজ যদি বারবার নষ্ট হয়


সুপ্রিয় পাঠক, আজ আপনাদের সাথে শেয়ার করব একটি ছোট বাট গুরুত্বপূর্ণ টিপস।


উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ২০০০ মাঝেমধ্যে নষ্ট হবে এটাই স্বাভাবিক। কিন্তু এই নষ্ট হওয়ার মাত্রাটা যদি চরম পর্যায়ে পৌঁছে যায় তাহলে বিরক্তির অন্ত থাকেনা। তবে নিচের টিপসগুলো ফলো করলে সহজেই মুক্তি পেতে পারেন এই ঝামেলা থেকে।

১) FAT ও NTFS ঝামেলাঃ কম্পিউটারে যদি একাধিক হার্ডডিস্ক ড্রাইভ ও প্রতিটিতে যদি একাধিক ফাইল ব্যবস্থা (যেমন, FAT, NTFS ইত্যাদি) থাকে তাহলে সবগুলোকে NTFS এ রুপান্তর করে নিন।

২) ইউএসবি হাবঃ কম্পিউটারে ইউএসবি হাব থাকলে সেটি বিচ্ছিন্ন করে পরীক্ষা করুন এবং লক্ষ্য করুন অপারেটিং সিস্টেম নষ্ট বা বন্ধ হয়ে যায় কিনা। বিশেষত ব্যবহারকারীর যদি ইউএসবিভিত্তিক পাম ফেডল থাকে এবং ব্যবহারকারী Hostsync করলেই যদি উইন্ডোজ নষ্ট হয় তাহলে এই কাজটি করতে হবে।

৩) ওভারহিটিং: সিপিইউ এর ফ্যান ঠিকমত কাজ করছে কিনা ও প্রসেসর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে কিনা তা ভাল করে পরীক্ষা করুন।

৪) সাউন্ড কার্ড ড্রাইভারঃ সাউন্ড কার্ডের ড্রাইভার আনইন্সটল করে পুনরায় ইন্সটল দিয়ে দেখুন সমস্যা সমাধান হয় কিনা।

আশা করি সমাধান পেয়ে যাবেন। ছোট্ট এই পোস্টটি ভাল লাগলে দয়া করে লাইক দিতে ভুলবেন না।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: উইন্ডোজ যদি বারবার নষ্ট হয় Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top