নিশ্চয়ই মন্দ হয়না।
হ্যাঁ। মাত্র ২৪৮ কিলোবাইটের Network Lights নামের ছোট্ট এই প্রোগ্রামটি ডাউনলোড করে পিসিতে ইন্সটল দিলেই শুরু করে হয়ে যাবে এই নাচানাচি।
ইন্সটল করার পর Network Lights নামে টাস্কবারে একটি আইকন আসবে। ওখানে রাইট ক্লিক করে Settings মেনু থেকে আপনার পছন্দমত সেটিং করে নিতে পারবেন। আবার ভাল না লাগলে Exit করেও দিতে পারবেন নিমিষেই।