বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

নেট স্পিডের ইনডিকেটর বানিয়ে ফেলুন কীবোর্ডের লাইটকেই


সাধারনত মোডেমের মধ্যে এক ধরনের LED ইনডিকেটর দেয়া থাকে যা ইন্টারনেট স্পিডের সাথে লাফালাফি করে। কিন্তু যদি এমন হয় যে ইন্টারনেট আপলোড ও ডাউনলোড স্পিডের সাথে কীবোর্ডের দুটি ইনডিকেটর আলাদাভাবে নাচানাচি করে তাহলে কেমন হয়?

নিশ্চয়ই মন্দ হয়না।

হ্যাঁ। মাত্র ২৪৮ কিলোবাইটের Network Lights নামের ছোট্ট এই প্রোগ্রামটি ডাউনলোড করে পিসিতে ইন্সটল দিলেই শুরু করে হয়ে যাবে এই নাচানাচি।

ইন্সটল করার পর Network Lights নামে টাস্কবারে একটি আইকন আসবে। ওখানে রাইট ক্লিক করে Settings মেনু থেকে আপনার পছন্দমত সেটিং করে নিতে পারবেন। আবার ভাল না লাগলে Exit করেও দিতে পারবেন নিমিষেই।

ডাউনলোড লিঙ্কঃ 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments