বাংলাদেশের মোবাইল ইন্টারনেট সার্ভিস প্রভাইডারগুলোর ইদানিংকালের নেটওয়ার্ক অপ্টিমাইজেশনের মাধ্যমে ইমেজ কমপ্রেশনিং ইতোমধ্যেই গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইন্টারনেট স্পীডকে ফাস্টার করতেই মূলত তাদের এই ইমেজ কম্প্রেশনিং যা বেশিরভাগ ক্ষেত্রেই অধিকাংশ গ্রাহকদের বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে।
তবে Modify Headers নামক ছোট্ট একটি ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে সহজেই ইমেজ কম্প্রেশনিং থেকে রেহাই পেতে পারেন ও উপভোগ করতে পারেন ঝকঝকে ইন্টারনেট ইমেজ।
গুগল ক্রম ব্যবহারকারীদের জন্যঃ
১) এই লিঙ্ক থেকে Modify Headers নামক ক্রম এক্সটেনশনটি ব্রাউজারে অ্যাড করে নিন।
২) এবার ব্রাউজারের উপরের ডানকোনায় অবস্থিত Modify Headers আইকনে ক্লিক করুন।
৩) Request Headers এরিয়ার Name এর স্থলে Cache-Control এবং Value স্থলে no-cache লিখুন।
৪) এবার বামপাশের চেকবক্সটিতে টিক চিহ্ন না থাকলে টিক দিন বা বক্সটি মার্ক করুন।
ফায়ারফক্স ব্যবহারকারীদে জন্যঃ
১) এই লিঙ্ক থেকে Modify Headers নামক ক্রম এক্সটেনশনটি ব্রাউজারে ইন্সটল করুন ও ফায়ারফক্স রিস্টার্ট করুন।
২) উপরের বামকোনার ফায়ারফক্স আইকনের Web Developer মেনুর Modify Headers অপশনটিতে ক্লিক করে এতে প্রবেশ করুন।
পোস্ট সম্পর্কিত সমস্যা কমেন্ট এ বলুন। ব্লগের উন্নয়ন সম্পর্কিত যেকোনো মতামত এখানে বলুন।
======= ধন্যবাদ =======
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন