আজ আপনাদের পরিচয় করিয়ে দেব দুর্দান্ত একটি সফটওয়্যার এর সাথে যাকে ছদ্মনামে একাই একশ বলাও চলে।
কথা না বাড়িয়ে চলুন মুল আলোচনায় প্রবেশ করি।
সফটওয়্যারটির নাম হচ্ছে Glary Utilities. অনেকে আবার এটিকে Kingsoft PC Doctor নামেও ডেকে থাকেন। যাইহোক, সফটওয়্যারটির Pro Version কিনতে গেলে আপনাকে গুনতে হবে মাত্র ২৬ ডলার (সুত্র); কিন্তু হতাশ হবার কিছু নেই। আমি ২৬ ডলারের দুর্দান্ত এই সফটওয়্যারটি আপনাদের দিব একদম ফ্রিতে।
তাহলে আর দেরি কেন?
এখনই ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে। সাথে সিরিয়াল নাম্বার দেয়া আছে; ইন্সটল করে ফুল ভার্সন করে নিন।
সফটওয়্যারটি দিয়ে কি কি করা যাবেঃ
ইন্সটল করার পর সফটওয়্যারটি ওপেন করে Modules মেনু থেকে,
Clean up & Repair এর অধিনে আছে চারটি অপশন।
- Disk Cleaner: কম্পিউটারের জাঙ্ক ডাটা সম্পর্কে সবাই কমবেশি জানেন। না জানলে এখান থেকে জেনে নিন। এই মেনুটি কম্পিউটারের জাঙ্ক ডাটাগুলো রিমুভ করে দিয়ে একই সাথে কম্পিউটারের স্পীড বাড়ায় এবং ডিস্ক স্পেস রিকভার করে।
- Registry Cleaner: নাম দেখেই বুঝতে পারছেন এর কাজ কি। এটি সিস্টেমের পারফরমেন্স বৃদ্ধির একটি কার্যকরী টুল।
- Shortcuts Fixer: শুধুমাত্র স্টার্ট মেনু ও ডেক্সটপ নয়, এই মেনুর মাধ্যমে আপনি আপনার হার্ডড্রাইভের সর্টকাট গুলো বের করে অপ্রয়োজনীয় সর্টকাট গুলো ডিলেট করে দিতে পারবেন।
- Uninstall Manager: আপনার পিসির অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো রিমুভ করে দেওয়াই হল এর কাজ। অবশ্যই তা আপনার অনুমতি সাপেক্ষে।
- Startup Manager: কম্পিউটার চালু হওয়ার সময় কোন প্রোগ্রামগুলো আপনার সিস্টেমকে স্লো করে দিচ্ছে তা আপনি এখান থেকে বুঝতে পারবেন।
- Memory Optimizer: এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার সিপিইউ এর ইউসেজ কতটুকু হচ্ছে।
- Context Menu Manager: ফাইল ও ফোল্ডারের কনটেক্সট মেনু ম্যানেজ করার সুযোগ দেয়।
- Registry Defrag: উইন্ডোজের রেজিস্ট্রি ডিফ্র্যাগের মাধ্যমে পিসির স্পীড বাড়াতে কাজ করে।
- Tracks Eraser: এটি দিয়ে ইন্টারনেট কুকি, হিস্ট্রি ইত্যাদি মুছে ফেলা যায়।
- File Shredder: কম্পিউটারের কোন ফাইল ডিলেট করলে তা রিসাইকেল বিনে জমা হয়। রিসাইকেল বিন খালি করে দিলে উক্ত ফাইল পাওয়া যাবে না এমনটি ভাবা ভুল। তবে এই অপশনটি ব্যবহার করে আপনি কম্পিউটারের কোন ফাইল স্থায়ীভাবে ডিলেট করে দিতে পারবেন যা আর পুনরায় ফিরে পাওয়া সম্ভব হবেনা।
- File Undelete: ঐযে বললাম, রিসাইকেল বিন খালি করে দিলেও ডিলেট হওয়া ফাইল পাওয়া সম্ভব! এই অপশনটি আপনার সে বাসনাকে পুরন করবে।
- File Encrypter & Decrypter: পারসোনাল ফাইল লক করে রাখার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি। এটি ইন্সটল থাকলে আপনাকে আর সেগুলো ব্যবহার করতে হবে না।
- Disk Analysis: এই অপশনটি আপনার হার্ডড্রাইভের খালি ও ফুল স্পেস শো করতে ব্যবহৃত হয়।
- Duplicate Files Finder: কম্পিউটারের হার্ডড্রাইভের আটলান্টিক মহাসাগরে এটি ছাড়া আর কি দিয়ে খুজবেন আপনার ডুপ্লিকেট ফাইলগুলো?
- Empty Folders Finder: কম্পিউটারের হার্ডড্রাইভের বিশাল মহাসাগরে কতনা ফোল্ডারই থাকে যার ভেতরে কোন ফাইল থাকে না। এ ধরনের খালি ফোল্ডারগুলো পরিস্কার করতে পারবেন এই অপশনটি ব্যবহার করে।
- File Splitter & Joiner: ইন্টারনেট থেকে ডাউনলোড করা বড় সাইজের ফাইলগুলো পার্ট পার্ট করে বিভক্ত করা থাকে। ওগুলোকে জোড়া না দিলে মিডিয়া প্লেয়ার শো করেনা। এই অপশনটি ব্যবহার করে আপনি একই সাথে বড় সাইজের ফাইলকে টুকরো টুকরো করতে পারবেন আবার টুকরো টুকরো ফাইলকে জোড়াও দিতে পারবেন সহজেই।
- Process Manager: কম্পিউটারের রানিং প্রসেসগুলো দেখার জন্য এখন আর আপনাকে টাস্ক ম্যানেজারে জেতে হবেনা। এখান থেকেই দেখতে ও থামাতে পারবেন রানিং প্রসেসগুলো।
- Internet Explorer Assistant: এটি ইন্টারনেট এক্সপ্লোরারের অ্যাড-অন্স ম্যানেজ করে থাকে।
- System Information: আপনার কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট প্রদান করে।
- Windows Standard Tools: এই অপশনটি উইন্ডোজের দরকারি ডিফল্ট ফাংশনগুলোকে ডাইরেক্টলি অ্যাকসেস করতে দেয়।