সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

দুই ক্লিকে কম্পিউটার চালু (আপডেটেড)


মাদারবোর্ড বা বায়াস যদি এটিএক্স সমর্থন করে তবে মাউসে ডাবল ক্লিক করে কম্পিউটার চালু করা যাবে।


এজন্য কম্পিউটার চালুর সময় ডেল বা এফ ২ চাপতে থাকুন। এবার, সিমোস বা বায়াস সেটআপে প্রবেশ করে Integrated peripherals এ যান।

এখানে PS2 mouse power on নামে একটি অপশন দেখা যাবে। যদি এটি না থাকে, তবে এটি নিশ্চিত যে মাদারবোর্ড এটিএক্স সমর্থন করে না।

যাহোক, অ্যারো কি ব্যাবহার করে A প্রোপার্টি হাইলাইট করুন। Page up/ down ব্যাবহার করে এর মান Mouse left+/Mouse right-এ নির্ধারণ করুন।

এবার ESC চাপুন। F10 চেপে Y দিয়ে এন্টার দিন।

উপরের পদ্ধতিতে না পারলে নিচের পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন। আমার পিসিতে এই পদ্ধতিতে কাজ হয়েছে।
১) কম্পিউটার অন হওয়ার সময় F2 বা Del চেপে বায়াস সেটিংস এ যান।
২) এখান থেকে Power Management Setup জাতীয় কোন অপশন পেলে সেখানে প্রবেশ করুন।
৩) এন্টার এর মাধ্যমে Power Management Setup এ প্রবেশ করে Power on by mouse জাতীয় অপশন খুজে বের করে এন্টার চাপুন।
৪) নতুন উইন্ডোতে Double click হাইলাইট করে দিয়ে F10 চেপে সেইভ করে বেরিয়ে আসুন।



এখন থেকে কম্পিউটার বন্ধ করে মাউসে ডাবল ক্লিক করলে কম্পিউটার চালু হবে।

কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
আরও সব মজার মজার কন্টেন্ট পেতে আমার সাথেই থাকুন।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: দুই ক্লিকে কম্পিউটার চালু (আপডেটেড) Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top