বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

শুনুন গান যখনই চান



আপনি যদি নিজের পছন্দের গানটি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে শুনতে চান, তবে খুব সহযেই কম্পিউটার আপনাকে এই কাজটি করে দিতে পারে।

এজন্য, প্রথমে আপনাকে আপনার পছন্দের গানগুলো যোগ করে নিতে হবে টাস্ক সিডিউলে। গান যোগ করতে নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন।

Start> All programs> Accessories> System tools> Scheduled task  এ ক্লিক করুন।

Scheduled task খুললে Add Scheduled Task এ ডাবল ক্লিক করুন।

এখন Next বাটন ক্লিক করলে Application আসবে।

Application এর নিচের প্রোগ্রাম থেকে গান বাজানোর উপযোগী কোন সফটওয়্যার যেমন-Windows Media Player, Winamp ইত্যাদির একটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

এবার গান শোনার রুটিন অর্থাৎ দৈনিক/সাপ্তাহিক ইত্যাদির একটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

সময় লিখে Finish বাটনে ক্লিক করুন।

ব্যাস, হয়ে গেল কাজ। এবার নির্দিষ্ট সময়ে উপভোগ করুন নিজের পছন্দের গান। প্রক্রিয়াটি আপনার কম্পিউটার নিজে নিজেই করবে।

ভাল থাকবেন সবাই। ভাল লাগলে লাইক মাস্ট। 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: শুনুন গান যখনই চান Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top