বুধবার, ২৫ এপ্রিল, ২০১২

চেঞ্জ বা বন্ধ করে দিন মাউজের ডাবল ক্লিকের সাউন্ড


উইন্ডোজ ব্যবহারকারী হিসেবে আমরা সবাই জানি যে কম্পিউটারের কোন ড্রাইভ বা ফোল্ডারে ডাবল ক্লিক করে খোলার সময় তা এক ধরনের শব্দ সৃষ্টি করে। অনেকের কাছে শব্দটি অনেক প্রিয়, অনেকে বিরক্ত আবার অনেকে হয়ত চান ওই শব্দটির পরিবর্তে অন্য কোন শব্দ। হ্যা পাঠক, আপনারা চাইলেই এখন উক্ত শব্দ করে দিতে পারেন বন্ধ, করতে পারেন চেঞ্জ। ইচ্ছেমত নিজের পছন্দের কোন সাউন্ডও ঠিক করে দিতে পারেন ওই শব্দের স্থলে।


কিভাবে?

১) প্রথমে কম্পিউটারের স্টার্ট মেনু থেকে Control Panel এ যান।


২) কন্ট্রোল প্যানেল এর অপশনগুলো ক্লাসিক ভিউতে করা না থাকলে Classic View করে নিন।


৩) এবার এখান থেকে Sound & Audio Devices এ ডাবল ক্লিক করে প্রবেশ করুন।


৪) এখন Sounds ট্যাব থেকে Windows Explorer এর Start Navigation সিলেক্ট করুন।


৫) এবার নিচের Sounds এর Windows XP Start (এক্সপি হলে) এর স্থলে যেকোনো একটি সিলেক্ট করে Ok করুন।


৬) আপনি যদি নিজের পছন্দের কোন সাউন্ড উক্ত স্থলে দিতে চান তাহলে পছন্দের সাউন্ডটি প্রথমে WAV ফরম্যাটে কনভার্ট করে নিয়ে C:\WINDOWS\Media এই ডিরেক্টরিতে প্রথমে পেস্ট করে নিন। তারপর পছন্দের সাউন্ডটি সিলেক্ট  করে দিয়ে Ok করুন। এ ব্যাপারে আরও জানার থাকলে কমেন্টে বলুন।

পোস্টটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। বিকন ব্লগের এক্সক্লুসিভ কন্টেন্টগুলো নিয়মিত পেতে প্রতিটি পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে এডমিনকে উৎসাহ দিন।
============ ধন্যবাদ ============ 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: চেঞ্জ বা বন্ধ করে দিন মাউজের ডাবল ক্লিকের সাউন্ড Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top