মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

আপনার ব্রাউজার কতটুকু নিরাপদ?


ইন্টারনেট দেখার সফটওয়্যার (ব্রাউজার) দিয়ে ইমেইল, ফেসবুকসহ দরকারি অনেক সাইটে ঢুকার সময় মাঝে মাঝে মেসেজ আসে "Do you remember the password?".
বুঝে না বুঝে আমরা অনেকেই ইয়েস করে দেই। ইয়েস করার কারনে পাসওয়ার্ডটি ব্রাউজারে সেইভ হয়ে যায় যা অনেক সময় অ্যাকাউন্ট হ্যাক এর কারন হয়ে দাড়ায়। তবে একটু সতর্ক হলেই আমরা মুক্তি পেতে পারি এই ঝামেলা থেকে।

Google Chrome ব্যবহারকারীরাঃ 
১) আপনার ব্রাউজারের নিচে দেখানো স্থানে ক্লিক করুন।

২) Options এ ক্লিক করুন।

৩) বামপাশের Personal stuff থেকে Never save passwords মার্ক রেখে Manage saved passwords ক্লিক করুন।

৪) এখান থেকে সেইভ করা পাসওয়ার্ডগুলো ডিলিট করে দিন। 


Firefox ব্যবহারকারীরাঃ
১) ব্রাউজারের Tools থেকে Options এ ক্লিক করুন।

২) এবার Security ট্যাবে গিয়ে Remember passwords for sites বক্সের মার্ক তুলে দিয়ে ওকে করে পুনরায় ওই পেজটিতে এসে Saved passwords এ ক্লিক করুন।

৩) এবার সেইভ করা পাসওয়ার্ডগুলো ডিলিট করে দিন।

Internet Explorer ব্যবহারকারীরাঃ
১) ব্রাউজারের Tools থেকে Internet options এ ক্লিক করুন।

২) এবার Content ট্যাব থেকে Auto Complete এর Settings এ ক্লিক করুন। 

৩) এখন User names & passwords on forms এর ঘরের মার্ক তুলে দিয়ে ওকে করে পুনরায় ওই পেজে এসে Delete AutoComplete history তে ক্লিক করুন। 

৪) এখান থেকে আপনার পছন্দের অপশনগুলো সিলেক্ট করে Delete করে দিন।

পোস্টটি ভাল লাগলে লাইক দিতে ভুলবেন না।
ভাল থাকবেন সবাই।
ধন্যবাদ।

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: আপনার ব্রাউজার কতটুকু নিরাপদ? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top