বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১২

যেভাবে এক ব্রাউজারের বুকমার্কগুলো অন্য ব্রাউজারে ব্যবহার করবেন



অনেকেই ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন কিভাবে এক ব্রাউজারের বুকমার্কগুলো অন্য ব্রাউজারে ব্যবহার করা যায় তা নিয়ে একটি পোস্ট করতে। আজ আমি আপনাদের একটি সফটওয়্যার দিব যা দিয়ে আপনারা এক ব্রাউজারের বুকমার্কগুলো অন্য ব্রাউজারে ব্যবহার করতে তো পারবেনই আবার আপনার পিসিতে সেভও করে রাখতে পারবেন। ফলে, নতুন করে সেটআপ দিলেও হারিয়ে যাবেনা বুকমার্কগুলো।

সফটওয়্যারটির নাম Transmute Pro এবং এর সাইজ মাত্র ২.২৭ মেগাবাইট।

যেসব ব্রাউজার সাপোর্ট করেঃ
১) গুগল ক্রম
২) মজিলা ফায়ারফক্স
৩) ইন্টারনেট এক্সপ্লোরার
৪) অপেরা
৫) সাফারি ইত্যাদি।

ব্যবহারঃ
প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়ে পিসিতে ইন্সটল দিন।
এবার ফুল ভার্সন করতে চাইলে ফোল্ডারের ভেতরে থাকা Patch.exe এ ডাবল ক্লিক করুন।


এখন Browse এ ক্লিক করে C\Program files\Darq software\Transmute pro এই ডিরেক্টরিতে থাকা TransmutePro.exe সিলেক্ট করে Patch করে দিন।


সফটওয়্যারটির ব্যবহার খুবই সহজ। ইন্সটল দিলে নিজেই বুঝতে পারবেন। তারপরেও আপনাদের সুবিধার জন্য নিচে কিছু স্ক্রিনশট দিলাম।

ছবি বড় করে দেখতে চাইলে ব্রাউজারের একটি নতুন ট্যাবে ছবিটি খুলুন
ছবি বড় করে দেখতে চাইলে ব্রাউজারের একটি নতুন ট্যাবে ছবিটি খুলুন
ছবি বড় করে দেখতে চাইলে ব্রাউজারের একটি নতুন ট্যাবে ছবিটি খুলুন
পোস্টটি ভাল লাগলে দয়া করে লাইক দিতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরনা বিকন ব্লগকে সামনে এগিয়ে যেতে উৎসাহ যোগাবে। 
========== ধন্যবাদ ========== 

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: যেভাবে এক ব্রাউজারের বুকমার্কগুলো অন্য ব্রাউজারে ব্যবহার করবেন Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top