চলুন তাহলে বের করি আমরা কে কত বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করছি।
১) Windows XP ব্যবহারকারীরাঃ
Start থেকে Run এ গিয়ে winmsd.exe লিখে এন্টার দিন। এবার বামপাশের System Summery থেকে ডানপাশের Processor অপশনটি ভাল করে লক্ষ্য করুন।
> যদি এ অপশনটি x86 দিয়ে শুরু হয় তাহলে আপনি ৩২ বিটের উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন।
> আর যদি অপশনটি ia64 বা AMD64 দিয়ে শুরু হয় তাহলে আপনি ৬৪ বিটের উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন।
২) Windows 7 ব্যবহারকারীরাঃ
খুব সহজ। My Computer এ রাইট ক্লিক করে Properties এ যান। এবার নিচের চিত্রের মত System type এ লক্ষ্য করুন।
Windows Vista এর জন্য দিলাম না। কারো লাগলে কমেন্টের মাধ্যমে আওয়াজ দিয়েন।