শুক্রবার, ৬ জুন, ২০১৪

ফেসবুকের যে টিপসগুলো আপনাকে হ্যাকড হওয়া থেকে রক্ষা করবে


ফেসবুক একাউন্ট হ্যাক যদিও একাধিক কারনে হতে পারে, তথাপি অধিকাংশ একাউন্ট হ্যাকের পেছনে সাধারনত ব্যবহারকারীর অদক্ষতা, উদাসীনতা, দুর্বলতা ইত্যাদি বিদ্যমান।


ফেসবুক একাউন্ট হ্যাক এর হাত থেকে রক্ষা পেতে নিচের টিপসগুলো খুবই উপকারি হবে বলে আমি মনে করি।

১. অ্যাপ্লিকেশন পারমিশন
কুইজের উত্তর, গেইম অথবা অন্য কোন অ্যাপ্লিকেশন ইন্সটল এ আপনাকে পারমিশন দিতে হয়। এই পারমিশন এর অর্থ অনেক ব্যবহারকারিই জানেন না। এর অর্থ হচ্ছে সংশ্লিষ্ট অ্যাপটি এখন থেকে আপনার একাউন্ট এর সকল তথ্য অ্যাক্সেস করতে পারবে, প্রয়োজনে নিজের মত করে প্রচারও করবে; এমনকি ফেসবুকে আপনি লগিন না থাকলেও।


অন্য কথায় বলতে গেলে, একেবারে আননোউন কোন অ্যাপকে ভাল করে না বুঝে পারমিশন দেয়ার অর্থ হচ্ছে আপনি ছাড়া আপনার একাউন্ট এর অ্যাডমিন সংশ্লিষ্ট অ্যাপটিও। সুতরাং, সাবধান হউন।

২. স্প্যামি ভিডিও লিঙ্কস
সেক্সুয়াল বা বিভিন্ন ধরনের লোভনীয় ভিডিও শেয়ার করে ফেসবুক একাউন্ট হ্যাক বর্তমানে স্প্যামারদের একটি ইফেক্টিভ পন্থা।


এ সম্পর্কিত পোস্টঃ

৩. ডাউনলোড নোটিফিকেশন
ভিডিও প্লে করতে গিয়ে যদি আপনাকে কোন প্রোগ্রাম (ফ্ল্যাশ প্লেয়ার ব্যাতীত) ইন্সটল বা কোন কোডেক (ফ্ল্যাশ প্লেয়ার ব্যাতীত) আপডেট করার কথা নোটিফিকেশনে জানানো হয় তবে সাবধান, ভুলেও সে প্রোগ্রাম ইন্সটল বা সেই কোডেক আপডেট করবেন না।

৪. ফেসবুক টিম থেকে আসা মেসেজ
পপুলার ফেসবুক পেইজের অ্যাডমিন হলে আপনি ফেসবুক টিম, সিকুরিটি টিম, ফেসবুক সিকুরিটি ইত্যাদি থেকে বিভিন্ন মেসেজ পেতেই পারেন। সেইফ মেসেজ শিওর না হয়ে কোন মেসেজের নির্দেশাবলী অনুসরন করবেন না।


৫. সুরক্ষিত থাকুন আপনি
  • একাউন্টে ফোন নাম্বার অ্যাড করুন এবং প্রাইভেসি Only Me করে দিন।
  • সিকুরিটি কোশ্চেন এর আনসার দেয়ার সময় ব্যাতিক্রমি কিছু দেয়ার দেয়ার চেস্টা করুন।
  • যাদেরকে আপনি পারসোনালি ভাল করে চিনেন শুধুমাত্র তাদেরকেই ফ্রেন্ড বানান, বাকিদেরকে রিমুভ করে দেয়াই ভাল।
  • নির্দিষ্ট সময় অন্তর ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করুন, পাসওয়ার্ড মোবাইল নম্বর, রোল নম্বর না দিয়ে ব্যাতিক্রমি কিছু দেয়ার চেস্টা করুন।
  • ফেসবুক একাউন্ট এর সাথে সংশ্লিষ্ট সকল ইমেইল ও ইমেইলের সাথে সংশ্লিষ্ট সকল ইমেইল এর যথার্থ সিকুরিটি নিশ্চিত করুন। ইমেইলের ক্ষেত্রে ২-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন।
  • একটি নির্দিষ্ট সময় পরপর ব্রাউজার হিস্টোরি ক্লিয়ার করুন। সর্বোপরি অ্যাকাউন্ট এর নিরাপত্তায় সতর্ক হউন।
এ সম্পর্কিত আরও যে পোস্টগুলি আপনাকে সাহায্য করতে পারেঃ

লেখক সম্পর্কে

  • আমি বিকন, মোঃ নেওয়াজ মোরশেদ (বিকন); বিকন ব্লগ এর একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, উদ্যোক্তা ও ডিজাইনার। ইন্টারনেট জগত আর কম্পিউটারের প্রতি অপরিসীম টান অনেকটা এডিক্টেড হিসেবেই ডিফাইন করেছে আমাকে। অনেক কিছু জানতে চাই, যা জানি শেয়ার করতে চাই। আমার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: ফেসবুকের যে টিপসগুলো আপনাকে হ্যাকড হওয়া থেকে রক্ষা করবে Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top